নয়াদিল্লি: দীর্ঘ ৬৭ দিনের লকডাউন কাটিয়ে উঠে আনলক ওয়ান পর্বে হাঁটতে শুরু করেছে গোটা দেশ৷ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ কিন্তু জনজীবন স্বাভাবিক হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ৷ এবার উদ্বেগ বাড়িয়ে করোনার আঁতুড় ঘর চিনকে ছাপিয়ে গেল একা মহারাষ্ট্র৷ এক দিনে মৃত্যু ও আক্রান্তের নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে উঠে এল ভারত৷ এই নিয়ে টানা তিন দিন তৃতীয় স্থানে রয়েছে ভারত৷
করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র৷ মহারাষ্ট্র আক্রান্ত প্রায় ৮৬ হাজার৷ চিনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৮৩ হাজার৷ আক্রান্তের সংখ্যা নিরিখে ইতালিকে টপকে বিশ্ব তালিকার ৬ নম্বরে চলে এসেছে ভারত৷ একদিনে মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত৷ আমেরিকা ও ব্রাজিলের পর অবস্থান করছে ভারত৷ একদিনে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত ৭ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৬ জনের৷ একদিনে রেকর্ড সংক্রমণ৷ নতুন করে করা হয়েছে ৯ হাজার ৯৮৩ জন৷ এখনও পর্যন্ত যা সর্বোচ্চ৷ এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দু’লক্ষ ৫৬ হাজার ৬১১ জন৷
যদিও আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার৷ এখনও পর্যন্ত দেশে করোনা জয়ী হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন৷ পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ৷ মরাহাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮৫ হাজার ৯৭৫ জন৷ ৩০৬০ জনের মৃত্যু হয়েছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট৷ সেখানে ২০ হাজার ৭০ জন আক্রান্ত৷ ১ হাজার ২৮৯ জনের মৃত্যু হয়েছে৷ দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৬৫৪ জন৷ মৃত্যু হয়েছে ৭৬১ জনের৷