নয়াদিল্লি: ভারতে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্তের দিক থেকে ভারত বিশ্বে প্রথম পাঁচে উঠে গেলেও দেশবাসীকে স্বস্তি দিচ্ছে সুস্থ হওয়ার হার। অন্যান্য দেশের তুলনায় ভারতে সুস্থ হওয়ার অনেকটাই বেশি। একটু পর্যবেক্ষণ করলে দেখা যাবে ভারতে প্রায় ৫০ শতাংশ রোগী সুস্থ হয়ে গিয়েছেন। এরই মধ্যে আশার বাণী শুনিয়েছে আইসিএমআরের একটি সমীক্ষা। সমীক্ষায় দেখতে পাওয়া গিয়েছে, দেশের কনটেনমেন্ট জোনে আক্রান্তের ৩০ শতাংশ মানুষ নিজে থেকে সুস্থ হয়ে উঠছেন।
ভারতে সুস্থ হওয়া ও অ্যাকটিভ কেসের মধ্যে পার্থক্য মাত্র ৭০৩য়ের। স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬,৫৯৮। এর মধ্যে ভারতে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১,২৯,৯১৭। ভারতে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১,২৯,২১৪। গত ২৪ ঘণ্টায় ৫১২০ জন সুস্থ হয়ে উঠেছেন। ভারতে যে হারে মানুষ সুস্থ হচ্ছেন। সেখানে কিছুদিনের মধ্যে ভারতে করোনায় অ্যাকটিভ কেসের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যমে আইসিএমআর জানিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল, রাজ্য সরকার ও হু সকলে মিলে রিসার্চ করেছ৷ এই রিসার্চে দেশের ৭০ জেলার ২৪ হাজার স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে ৷ এই সার্ভে থেকে জানা গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। এই সমীক্ষা থেকে জানা গিয়েছে, ভারতে করোনা সংক্রিত এলাকায় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ১৫ থেকে ৩০ শতাংশ মানুষ করোনা থেকে মুক্তি পেয়েছেন নিজে থেকে। অনেক ক্ষেত্রে তাঁদের মধ্যে কোনও উপসর্গ পর্যন্ত দেখতে পাওয়া যায়নি।
তবে কেন এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে রোগ প্রতিরোগ ক্ষমতার বিষয়ে কিছু বলা হয়নি। তবে সমীক্ষার পর রিপোর্টে জানানো হয়েছে, এরফলে এলাকাগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।ফলে হার্ড ইমিউনিটি তৈরি হবে। সমীক্ষা থেকে এটাও বলা হয়েছে, দেশে এমন অনেক ঘটনা আছে, যেখানে করোনা আক্রান্তের সামান্যতম উপসর্গ আসেনি। তাঁদের করোনা উপসর্গ এলে দেশে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যেত।