লখনউ: করোনা ভয়ের বিষয়। খুব দ্রুত সংক্রমিত হয়ে পড়ে। মৃত্যুর হার দেশে ২ শতাংশের একটু বেশি হলেও করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবীণরা। মৃত্যুর হারের দিক থেকেও প্রবীণরা এগিয়ে। কিন্তু তার মানে কোনও প্রবীণ ব্যক্তির করোনা হওয়া মানে তাঁর মৃত্যু হবে, এমন ভাবার কোনও কারণ নেই। বহু উদাহরণ রয়েছে, যেখানে প্রবীণরাও সুস্থ হয়ে ফিরে আসছেন। তেমনি এক উদাহরণ গড়লেন উত্তর প্রদেশের ৯৪ বছরের এক বৃদ্ধ। তিনি সম্প্রতি করোনা জয় করে নিজের বাড়িতে ফিরে এসেছেন।
উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে প্রায় ৬০ জন করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তাঁর মধ্যে ৯৪ বছরের ওই বৃদ্ধ রয়েছেন। তাঁর সুস্থ হওয়ার খবর পেয়ে উত্তপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক সুহাস লালিনাকেরে ইয়াথিরাজ ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানান, সঙ্গে জানান, আপনিই আমাদের কাছে অনুপ্রেরণা ৷
This 94 year resident turned covid negative and was discharged today. He is an inspiration to many like me. Sir, you motivate us to work even harder, we all residents wish you a very long and healthy life 🙏 pic.twitter.com/WpaKITKDjo
— DM G.B. Nagar (@dmgbnagar) June 7, 2020
গত ২৪ ঘণ্টায় ভারতে ৯,৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে ভারতে এটাই সর্বাধিক।স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬,৫৯৮। গত ২৪ ঘণ্টায় ৫১২০ জন সুস্থ হয়ে উঠেছেন। ভারতে যে হারে মানুষ সুস্থ হচ্ছেন। সেখানে কিছুদিনের মধ্যে ভারতে করোনায় অ্যাকটিভ কেসের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। ভারতে করোনা সংক্রমণে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের দোড় গোড়ায় পৌঁছে গিয়েছে। করোনা ভাইরাসে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫২৮। মহারাষ্ট্রে করোনায় মারা গিয়েছেন ৩,১৬৯।