নয়াদিল্লি: করোনায় আক্রান্ত হলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । ভর্তি হাসপাতালে । জ্যোতিরাদিত্যর পাশাপাশি তাঁর মাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ৪ দিন আগে করোনার উপসর্গ নিয়ে বিজেপি নেতা এবং তাঁর মা দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। এরপর আজ তাঁদের পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে বলে সূত্রের খবর। তাঁর মাকেও করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
মধ্যপ্রদেশের গুনা এলাকার প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত ১১ মার্চ কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তাঁর দল ছাড়াকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের কমনলাথ সরকার শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়। কেননা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দল ছাড়ার পরে পরেই ২২ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিলে সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ফেলে কংগ্রেস।
ভারতে করোনা সংক্রমণ ক্রমেই চিন্তার ভাঁজ ফেলছে সরকারের কপালে। ভারতে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের ভারত নিজের রেকর্ড নিজে ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৯,৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬,৫৯৮।
ভারতে করোনা সংক্রমণে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের দোড় গোড়ায় পৌঁছে গিয়েছে। করোনা ভাইরাসে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫২৮। মহারাষ্ট্রে করোনায় মারা গিয়েছেন ৩,১৬৯। মহারাষ্ট্রের পর রয়েছে তামিলনাড়ু। তবে তামিলনাড়ুতে করোনায় মৃতের হার বেশ কম। তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ২২৯। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনায় ২৮৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতেও ক্রমেই বাড়ছে উদ্বেগ। ২৯ হাজার ৯৪৩ জন এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। করোনার সংক্রমণ ছড়াচ্ছে গুজরাতেও। ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে পরিস্থিতি।