করোনা চিকিৎসায় বাংলার হাল খারাপ! রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

করোনা চিকিৎসায় বাংলার হাল খারাপ! রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

b9c78a1788d591e21b2dc26cbc7d873d

নয়াদিল্লি: বাংলা-সহ দেশের ৪ রাজ্যে করোনা চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট৷ পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর চিকিৎসাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত৷ এই চার রাজ্যে করোনা চিকিৎসার পরিস্থিতি সবথেকে খারাপ বলে মন্তব্য করেছে শীর্ষ আদালতের ৩ সদস্যের বেঞ্চের৷ ৪ রাজ্যকে ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷

করোনা চিকিৎসা নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করে দেশের শীর্ষ আদালত৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ দেশের শীর্ষ আদালতে৷ মূলত কীভাবে করোনা চিকিৎসা হচ্ছে, করোনায় মৃত রোগীদের দেহের শেষকৃত্য কীভাবে হচ্ছে, মৃতদেহগুলি নিয়ে কী করা হচ্ছে? করোনা চিকিৎসায় পরিকাঠামো কেমন রয়েছে? একগুচ্ছ বিষয়ে জানতে চেয়েছিলে শীর্ষ আদালত৷

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার শুনানি হয়৷ কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহাতা জানিয়েছেন, করোনা চিকিৎসা ও মৃতদেহ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত গাইড লাইন ইতিমধ্যে রাজ্য সরকারকে পাঠানো হয়েছে৷ এরপর সুপ্রিম কোর্টের তরফে জানতে চাওয়া হয়, গাইডলাইন অনুযায়ী সেই কাজ কীভাবে হচ্ছে? যারা জীবিত আছেন, তাঁদের চিকিৎসা ব্যবস্থায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত৷ কেন অন্যান্য সাধারণ রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, কোন হাসপাতালে কত বেড আছে, কত রোগী আছেন, সে বিষয়ে চূড়ান্ত জানতে চেয়েছে শীর্ষ আদালত৷

এই বিষয়ে জানতে চেয়ে চার রাজ্যকে নোটিস পাঠিয়েছে দেখেছিস আদালত৷ আগামী ১৭ জুনের আগে রিপোর্ট পেশ করতে হবে আদালতে৷ কীভাবে করোনা চিকিৎসা হচ্ছে এবং মৃতদেহ কীভাবে শেষকৃত্য করা হচ্ছে সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে দেশের শীর্ষ আদালত৷ এই মর্মে ৪ রাজ্যকে নোটিস পাঠানো হচ্ছে৷ রাজ্যগুলির থেকে জানাতে হবে, পরিকাঠামোগত হবে তারা কী কী পদক্ষেপ নিয়েছে, কত সরকারি হাসপাতাল করোনায় চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, তার ব্যাখ্যাও দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে৷ সেখানেস্বাস্থ্যকর্মীরা কতজন, তাদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত৷

করোনা চিকিৎসায় দেশের শীর্ষ আদালতের এই জবাব তলব প্রসঙ্গে বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে চার রাজ্য৷ আদালতের নোটিশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা৷ যদিও দেশে করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র,দিল্লি তালিকার শীর্ষ থাকলেও বাংলার অবস্থান অনেক পিছনে৷ কিন্তু পিছিয়ে থাকা বাংলাকে কেন আদালতের নোটিশ? এই নিয়েও প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *