EMI স্থগিত থাকলে বাড়তি সুদ লাগবে? কেন্দ্রেকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

EMI স্থগিত থাকলে বাড়তি সুদ লাগবে? কেন্দ্রেকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

3d20b7c2e66a4479013042f2abe842dc

নয়াদিল্লি:  লকডাউন শুরু হওয়ার পর তিন মাসের জন্য ঋণ পরিশোধে মোরাটোরিয়াম বা ইএমআই স্থগিতের জন্য ব্যাংকগুলিকে সুপারিশ করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ পরে লকডাউনের মেয়াদ বাড়ায় আরও তিন মাস ব্যাংকগুলি চাইলে ইএমআই মোরাটোরিয়াম  দিতে পারে বলে জানিয়েছিল আরবিআই৷ কিন্তু যে সকল গ্রাহকরা মোরাটোরিয়াম নিয়েছেন, তাঁদের কি ওই তিন মাসের ইএমআই পরে সুদ সহ ফেরত দিতে হবে? এই বিষয়ে এই সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও আরবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিল শীর্ষ আদালত৷ 

f664953114d67602f56bdd12b725f9eb

বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ কৌল এবং এম.আর সাহ’র বেঞ্চ এদিন আইনজীবী মেহতাকে বলে,  লকডাউনের কারণে তিন মাস ইএমআই স্থগিতের জন্য অতিরিক্ত সুদ নেওয়া হবে কি না, সেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আদালত৷ সুপ্রিম কোর্টের  প্রশ্ন, ‘‘কেন এই তিন মাসের মোরাটোরিয়ামের উপর সুদ নেওয়া হবে?’’ এই বিষয়ে আরবিআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান মেহতা৷

মোরাটোরিয়ামের ক্ষেত্রে আরবিআই জানিয়েছিল, যে সব গ্রাহকরা মোরাটোরিয়াম নেবেন, তাঁদের ওই ছ’ মাসের ইএমআই পরে সুদ সহ ফেরত দিতে হবে৷ ঠিক এই নিয়মটির জন্যই এর আগে রিজার্ভ ব্যাংককে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের নোটিস গিয়েছিল কেন্দ্রের কাছেও৷

7f8ff416c3b021cfe6a16e34ab9ec847

লকডাউনে ঋণের কিস্তির উপর ছ’ মাসের মোরাটোরিয়াম বা ইএমআই স্থগিতের যে অনুমোদন দিয়েছে আরবিআই, তাতে কেন সুদ নেওয়া হবে, সেই প্রশ্ন তুলেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন এসবিআই-এর কাউন্সেল বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতাগি শুনানির সময় বলেন, ‘‘প্রতিটি ব্যাংকই মনে করে ছয় মাস ইএমআই স্থগিতের জন্য সুদ মুকুব করা সম্ভব নয়৷’’ এর পরেই আইনজীবী মেহতাকে আরবিআই এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে কথা বলতে বলেন বিচারপতি ভূষণ৷ আগামী ১৭ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ 

আরবিআই আগেই সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায়  জানিয়েছিল, মোরাটোরিয়ামের উপর সুদ মুকুব করা হলে ২ লক্ষ কোটি টাকার লোকসান হবে। যা জিডিপির প্রায় এক শতাংশ। লকডাউন পরিস্থিতিতে কিস্তির টাকা দিতে না হলেও পরে তা সুদ সহ ফেরত দিতে হবে। তা না হলে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলি বিপুল  লোকসানের সম্মুখীন হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *