পাটনা: আন্তর্জাতিক সীমান্ত নিয়ে কূটনৈতিক বিবাদের মাঝেই নেপাল আর্মির গুলি চালনা ও এক ভারতীয়ের মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা। ঘটনাস্থল বিহারের সীতামাঢ়ি জেলা। সূত্রের খবর, গুলিতে জখম আরও এক ভারতীয় যুবককে বন্দি করেছে নেপালি রক্ষীরা।
সীতামাঢ়ি জেলার সোনবরসা গ্রামের কাছেই গুলি চালিয়েছে নেপাল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার আচমকা গ্রামকে লক্ষ্য করে নেপালের পুলিশ ও রক্ষীরা গুলি চালায়। এই গুলি চালানোর ঘটনায় ২৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেছে, অন্তন পাঁচবার নেপালের দিক থেকে গুলি আসে। এই গুলি চালানোর ফলে দুই তরফের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দিকের আসা যাওয়া বন্ধ হয়ে যায়।
বিহারের সোনবরসা গ্রামের বাসিন্দারা প্রবল বিক্ষোভ শুরু করেছেন। তবে নেপালি সশস্ত্র রক্ষীদের অভিযোগ, তাদের অস্ত্র কেড়ে নিতে এসেছিল কয়েকজন। তাই গুলি চালানো হয়। সীমান্ত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক করা হয়েছে এসএসবিকে। বিকাশ কুমারের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ২০১৭ সালে ভারতীয় রক্ষীদের গুলিতে নেপালের এক যুবকের মৃত্যু হয়েছিল। ঘটনার জেরে সীমান্তের এলাকা্গুলো বেশ কিছুদিন উত্তপ্ত ছিল।