আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত, স্তম্ভিত দেশ

আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত, স্তম্ভিত দেশ

 

মুম্বই: আচমকা আত্মহত্যা করলেন বলিউডের অন্যতম অভিনেতা সুশান্ত সিং রাজপুত৷ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বলিউডের এই অভিনেতা৷ কিছুদিন ধরেই মানসিকভাবে অবসাদে ভুগছিলেন তিনি৷ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে স্তম্ভিত দেশ৷ বান্দ্রায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন তিনি৷

মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী হলেন বলিউডের এই উঠতি তারকা৷ সম্প্রতি তিনি মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করে চমকে দিয়েছিলেন৷ কিন্তু, সম্প্রতি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেতা৷ ১৯৮৬ সালে পাটনায় জন্ম নেওয়া এই অভিনেতা মাত্র ৩৪ বছরে জীবন যুদ্ধে হার স্বীকার করে বিদায় নিলেন৷  অভিনেতা আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট না হলেও স্তব্ধ গোটা দেশ৷

জানা গিয়েছে, নিজের ফ্ল্যাটেই আত্মঘাতী হন৷ পরে অভিনেতার পরিচারিকা এসে অভিনেতার মৃত্যুর খবর থানায় ফোন করে জানান৷ এরপর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে৷ মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত৷ গত কিছু মাস ধরে খুব একটা ভাল যাচ্ছিল না সুশান্ত সিং রাজপুতের৷ পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়েছিল তাঁর৷  ‘পানি’ সিনেমায় অভিনয় করার জন্য বেশ কিছু বড় ছবির প্রস্তাব খারিজ করেছিলেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত ‘পানি’ ছবি মুক্তি পায়নি৷ তাতেও বেশ খানিকটা ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয় তাঁর৷ সাম্প্রতিককালে বেশ কয়েকটি ছবি না চলায় অবসাদে ভুগছিলেন তিনি৷ আর সেই কারণে আত্মহত্যা কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷ 

২০০৮ সালে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে অভিনয় করেন৷ ২০০৯ সাকে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান৷ ২০১০ সালে ড্যান্স রিয়েলিটি ‘শো ঝলক দিখলা জা ২’ পর্বে ‘মস্ত কলন্দর বয়েজ’ টিমে অংশগ্রহণ করেন৷ ২০১০ সালে তিনি ‘ঝলক দিখলা যা ৪’-এ অংশগ্রহণ করেন৷ সেখানে মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার পুরস্কার পান৷ ২০১১ সালে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের কাজ ছেড়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন৷ ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘কই পো চে!’ এটাই ছিল রাজপুতের প্রথম চলচ্চিত্র৷ প্রথম ছবিটি প্রশংসিত হয়৷ বাণিজ্যিকভাবেও সফল হয় ওই ছবি৷  এরপর ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবিতে পরিণীতি চোপড়া ও বাণী কাপুরের বিপরীতে অভিনয় করেন৷ বাণিজ্যিকভাবে সফল হয় ওই ছবি৷ রাজকুমার হিরানির ‘পিকে’ চলচ্চিত্রে একটি ছোটো চরিত্রে অভিনয় করেন তিনি৷ দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেকটিভ ছবি ‘ব্যোমকেশ বক্সি’র ভূমিকায় অভিনয় করেছেন৷ মহেন্দ্র সিং ধোনি বায়ো ছবিতে  ফিল্মফেয়ারে সেরা অভিনেতার জন্য পুরস্কার পান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seventeen =