ভারতের চেয়ে অনেক বেশি পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তান-চিনের হাতে: রিপোর্ট

ভারতের চেয়ে অনেক বেশি পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তান-চিনের হাতে: রিপোর্ট

f452938199ff92e0516655266dda2378

নয়াদিল্লি: ভারতের চেয়ে পাকিস্তান ও চিনের হাতে রয়েছে অনেক বেশি পরমাণু অস্ত্র৷ এমনটাই জানাচ্ছে বিশ্বের অন্যতম অস্ত্রভাণ্ডার বিশেষজ্ঞ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)। ভারতের থেকে পাকিস্তান সামান্য এগিয়ে থাকলেও, চিন অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি তাঁদের৷

SIPRI- ইয়ারবুক ২০২০-তে পরমাণু শক্তিধর দেশগুলির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, এই মুহূর্তে ভারতের হাতে ১৫০টি পরমাণু অস্ত্র রয়েছে৷ পাকিস্তানের হাতে রয়েছে ১৬০টি পরমাণু অস্ত্র৷ কিন্তু ভারত ও পাকিস্তানকে অনেকটাই পিছনে ফেলেছে চিন৷ তাদের হাত রয়েছে ৩২০টি পরমাণু অস্ত্র৷ জানুয়ারি ২০২০ পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে SIPRI.

২০১৯ সালে SIPRI-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, চিনের হাতে ছিল ২৯০টি পরমাণু অস্ত্র৷ পাকিস্তানের হাতে ছিল ১৫০ থেকে ১৬০টি পরমাণু অস্ত্র এবং ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র ছিল ভারতের হাতে৷ উল্লেখজনকভাবে, সীমান্ত ইস্যুতে যখন ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে, বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, ঠিক তখনই প্রকাশিত হল এই রিপোর্ট৷ গত ৫ মে লাদাখের প্যাংগং লেক এলাকায় ভারত ও চিন সেনার মধ্যে সংঘাত শুরু হয়। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাড়তে থাকে উত্তেজনা৷ এই অবস্থায় দফায় দফায় চলছে দুই দেশের সেনা স্তরে বৈঠক৷ 

SIPRI-র রিপোর্টে আরও বলা হয়েছে, চিন উল্লেখজনকভাবে তার পরমাণু অস্ত্র ভান্ডারের আধুনিকীকরণ করছে৷ এমনকী তাদের বহু প্রত্যাশিত ‘পরমাণু ত্রয়ী’ তৈরির কাজও অনেকটাই সেরে ফেলেছে বেজিং৷ অর্থাৎ চিনের স্থলসেনা এবং নৌবাহিনীর হাতে যেমন রয়েছে মিশাইল৷ তেমনই বায়ুসেনার হাতে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ফাইটার জেট৷ অন্যদিকে, ধীরে ধীরে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ভারত এবং পাকিস্তানও৷

তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের রিপোর্ট অনুযায়ী, এখনও বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু শক্তিধর দেশ সেই আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আছে ৬,৩৭৫টি পরমাণু অস্ত্র। এর পরেই রয়েছে রাশিয়া৷ মস্কোর হাতে রয়েছে ৫,৮০০টি পরমাণু অস্ত্র। অর্থাৎ বিশ্বের ৯০ শতাংশ পরমাণু অস্ত্রই রয়েছে এই দুই দেশের হাতে৷ 

SIPRI-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ৯টি পরমাণু শক্তিধর দেশ হল আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন, ভারত, ইজরায়েল, পাকিস্তান এবং উত্তর কোরিয়া৷ এই ন’টি দেশের হাতে মিলিতভাবে রয়েছে প্রায় ১৩ হাজার ৪০০টি পরমাণু অস্ত্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *