শেষ ১২ ঘণ্টা বন্ধ দরজা, ৪টি ফোন কল, সুশান্তের মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

শেষ ১২ ঘণ্টা বন্ধ দরজা, ৪টি ফোন কল, সুশান্তের মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

মুম্বই: মৃত্যুর আগে শেষ ১২ ঘণ্টা কী ভাবে কাটিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত? সেই রহস্য উন্মোচনে নামল মুম্বই পুলিশ৷ খতিয়ে দেখছেন তাঁর শেষ কয়েক ঘণ্টার গতিবিধি৷

তদন্তে জানা গিয়েছে, শেষ ১২ ঘণ্টায় ৪টি ফোন কল করেছিলেন অভিনেতা৷ রাত ১ টা ৪৭ মিনিটে তিনি ফোন করেছিলেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে৷ কিন্তু  ফোন তোলেননি রিয়া৷ এর কয়েক মিনিটের মধ্যেই তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা মহেশ শেট্টিকে ফোন করেন সুশান্ত৷ কিন্তু তিনিও ফোন রিসিভ করতে পারেননি৷ 

রবিবার সকালে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার কিছুক্ষণ আগে ফোনে সুশান্তের মিসড কল দেখেন মহেশ৷ সঙ্গে সঙ্গেই সুশান্তকে রিং ব্যাক করেন তিনি৷ কিন্তু সুশান্ত আর ফোন তোলেননি৷ পরে মহেশ পুলিশের কাছ থেকে জানতে পারেন, ঘটনার দিন সকাল সাড়ে ন’টা নাগাদও মহেশকে ফোন করেছিলেন সুশান্ত৷ কিন্তু তাঁর কাছে ফোন পৌঁছয়নি৷ 

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই দিন ব্রেকফাস্টের আগে এক গ্লাস জুস খেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত৷ দুপুরে কী খাবেন তা জানার জন্য ১০টা বেজে ২৫ মিনিটে সুশান্তের দরজায় কড়া নাড়েন তাঁর রাধুনি নীরজ৷ এই দিন সুশান্তের বাড়িতে ছিলেন তাঁর এক বন্ধুও৷ সকাল ১১টার সময় ঘুম থেকে ওঠেন তিনি৷ ঘুম থেকে উঠার পরই তিনি সুশান্তের খোঁজ নেন৷ কিছুক্ষণ পরে অভিনেতার ঘরে টোকা মারেন তিনি৷ সাড়া না পেয়ে সুশান্তকে ফোন করেন তাঁর ওই বন্ধু৷ বাইরে থেকে ফোনের রিং শোনা গেলেও উত্তর দেয়নি সুশান্ত৷ এর পরেই তাঁর বোন ঋতুকে ফোন করে বিষয়টি জানান তিনি৷ 

খবর পেয়েই সুশান্তের বাড়ি পৌঁছন ঋতু৷ ইতিমধ্যেই বাড়ির এক পরিচারক ঘরের চাবি খোলার জন্য একজনকে ডেকে পাঠান৷ অন্যদিকে, ঋতু তাঁর স্বামীকে ফোন করে ঘটনাটি জানান৷ ঋতুর স্বামী হরিয়ানা সরকারের একজন উচ্চ পদস্থ আধিকারিক৷ তিনি সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিংকে ফোন করে বিষয়টি জানান ও তাঁর সাহায্য চান৷  দুপুর ১২টা ২৫ মিনিটে সুশান্তের বেডরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা৷ ডাক্তার এসে মৃত বলে ঘোষণা করেন তাঁকে৷ 

সুশান্তর মা মারা গিয়েছেন ২০০২ সালে৷ রয়েছেন তাঁর বাবা কেকে সিং এবং চার বোন৷ গত কয়েক মাস ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি৷ কিন্তু কেন আত্মহত্যা করলেন? সেই কারণ খতিয়ে দেখছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে শেষ চারটি ফোন কল৷ এই ফোন কলের সূত্র ধরেই সুশান্তের মৃত্যু রহস্যের কিনারা করতে চাইছে মুম্বই পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 1 =