তিরুবনন্তপুরম: করোনা আবহের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা থায়িক্কানদিয়িল। পাত্র সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফ-এর সর্বভারতীয় সভাপতি মহম্মদ রিয়াজ। রেজিস্ট্রি আগেই হয়ে গেছিল তাঁদের। সোমবার সামাজিক রীতি মেনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্লিফ হাউসে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল বীণা ও রিয়াজের। সোশ্যাল মিডিয়ায় মালাবদলের ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ক্লিফ হাউস। কেরলের মুখ্যমন্ত্রীর বাসভবন। আর সেখানেই অনুষ্ঠিত হল বিয়ের অনুষ্ঠান। সূত্রের খবর, ক্লিফ হাউসের ইতিহাসে এটা প্রথম ঘটনা। সোমবার সকালে ছিল বিয়ের সামাজিক অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হাতেগোনা কয়েকজনই আমন্ত্রিত ছিলেন সেখানে। সংবাদসূত্রের খবর, দু'জনের পরিবারের সদস্য ও আত্মীয় ছাড়া তাঁদের কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। সর্বসাকুল্যে ৫০ জন। সকাল সাড়ে ১০টা নাগাদ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী বিজয়নের বড় মেয়ে বীণা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বেঙ্গালুরুতে চাকরি করেন। সেখানে ইক্সালজিক সলিউশন প্রাইভেট লিমিটেড নামক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন।
অন্যদিকে ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সভাপতি মহম্মদ রিয়াজ কোঝিকোড়ের বাসিন্দা। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক পিএম আব্দুলখাদরের ছেলে তিনি। স্কুলজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। সিপিএম-এর যুব সংগঠনের যুগ্ম সচিব পদ থেকে শুরু হলেও ৩ বছর আগে তিনি সংগঠনের সভাপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৯ সালে কোঝিকোড় থেকে নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। তবে মাত্র ৮৩৮টি ভোটে হেরে গিয়েছিলেন তিনি। বীণা এবং রিয়াজ, দু'জনেরই এটা দ্বিতীয় বিয়ে। দু'জনেরই বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০১৫ সালে। রিয়াজের দু'টি সন্তানও রয়েছে। অন্যদিকে বীণারও একটি সন্তান।
সোশ্যাল মিডিয়ায় ওই দম্পতির মালাবদলের একটি ছবি ভাইরাল হয়েছে। আর তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হয়েও সামাজিক রীতিনীতি মেনে মালাবদল করে বিয়ে করার বিষয়টিকে তুলে ধরেছেন কেউ কেউ। অন্যদিকে বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মুখে মাস্ক দেখা গেলেও বীণা, রিয়াজ এমনকী, খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মুখে কেন মাস্ক নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।