করোনা তেমন প্রভাব ফেলেনি ভারতে, মৃত্যুর হার কম: মোদি

করোনা তেমন প্রভাব ফেলেনি ভারতে, মৃত্যুর হার কম: মোদি

103bb747508e4ce5312a8b0579334576

নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা৷ সংক্রমণের ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷ গোটা দেশজুড়ে কমসংখ্যক করোনা টেস্ট হলেও সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম দশের তালিকায় আগেই ঢুকে পড়েছে ভারত৷  করোনা নিয়ে সাধারন মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক থাকলেও ভারতে পরিস্থিতি খুব একটা বিপজ্জনক নয় বলে আজ সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

c9b04967cbab9d64b5439b7b3be8b420

আনলক ওয়ান পর্বের ২ সপ্তাহ পর আরও একবার প্রকাশ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর নাতিদীর্ঘ ভাষণ দেন তিনি৷ সেখানে কেন্দ্রের একগুচ্ছ উন্নয়নের কথা আরও একবার মনে করিয়ে দেন৷ আগামী দিনে কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করা হবে, তার নীতি নির্ধারণ খুব দ্রুত করা হবে বলেও ঘোষণা করেছেন মোদি৷

এদিন প্রধান মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘করোনা মোকাবিলায় মাস্ক ছাড়া বাইরে বের হবেন না৷ সামান্য গাফিলতি করোনার বিরুদ্ধে লড়াই আমাদের দুর্বল করে দেবে৷ সামান্য গাফিলতি এত দিনের লড়াই শেষ করে দেবে৷’’

9d7acc7771c8efb5a0eb2fee743f4781

বলেন, ‘‘বিদেশ থেকে ভারতীয়রা দেশে ফিরবেন৷ কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্য লক্ষ্য শ্রমিক ঘরে ফিরেছেন৷ ভারতে করোনা অতটা প্রভাব ফেলতে পারেনি৷ করোনায় কোনও মৃত্যুই দুঃখজনক৷ প্রত্যেক জীবন মূল্যবান৷ ভারতে করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫০ শতাংশ বেশি মানুষ৷ নিয়ম মেনে চললে করোনা সংকটে ভারতের কোনও ক্ষতি হবে না৷ করোনা মোকাবিলায় কোনও ভাবেই মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *