এবার নিরাপত্তা পরিষদ দখল নিল ভারত, বিনা লড়াইয়ে সিংহাসন জয়

এবার নিরাপত্তা পরিষদ দখল নিল ভারত, বিনা লড়াইয়ে সিংহাসন জয়

নয়াদিল্লি: চিনের আপত্তির কারণে আগেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদ্যপদের সুযোগ হারিয়েছিল ভারত৷ কিন্তু, করোনা পরবর্তী পরিস্থিতি সব কিছু বদলে দিয়েছে৷ কূটনৈতিক অবস্থানেও ঘটেছে পরিবর্তন৷ এবার ফেরে আরও এক দফায় নিরাপত্তা পরিষদে সদ্যপদ ছিনিয়ে নিল ভারত৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ভারত নির্বাচিত হলেও স্থায়ী পদের দাবি এখনও ঝুলে৷ জয়ের পর টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

জানা গিয়েছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হওয়ায় ভারত ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ওই পদে থাকতে পারবে৷ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ভারত৷ ১৯২টি ভোটের মধ্যে ১৮৪টি দেশের সমর্থন পেয়েছে ভারত৷ উল্লেখ যোগ্য বিষয়, ভারতের এই পদের জন্য চিন ও পাকিস্তান কোনও আপত্তি জানায়নি৷ এই নিয়ে আটবার নির্বাচিত হল ভারত৷ 

নিরাপত্তা পরিষদে গত ১৭ জুন নির্বাচন হয়৷ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র প্রার্থী হিসেবে ভারত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে৷ নিরাপত্তা পরিষদে এই মুহূর্তে ভারত ৫টি বিষয় অগ্রাধিকার দিতে চলেছে৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি পুস্তিকাও প্রকাশ করে আগেই জানিয়েছিলেন, অগ্রগতির স্বার্থে নতুন সুযোগ তৈরির উপর গুরুত্ব, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন, বিশ্ব সংগঠনের সংস্কার, সুসংহতভাবে আন্তর্জাতিক শান্তি রক্ষা, মানুষের স্বার্থে প্রযুক্তির প্রসার হবে ভারতের লক্ষ্য৷

এই জয়ের পর টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেন, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়া জন্য আমরা রাষ্ট্রসঙ্ঘের কাছে কৃতজ্ঞ৷ ভারত বিশ্বব্যাপী শান্তি, সুরক্ষা, স্থিতিশিলতা,  এবং ন্যায়বিচারের প্রচারে সকল সদস্য দেশগুলির সঙ্গে কাজ করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *