পরিযায়ীদের কর্মসংস্থানে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ চালু কেন্দ্রের

পরিযায়ীদের কর্মসংস্থানে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ চালু কেন্দ্রের

নয়াদিল্লি:  লকডাউনে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা বহুলাংশেই নিজ নিজ রাজ্যে ফিরে গিয়েছেন৷ কিন্তু গ্রামে ফিরলেও কাজ নেই তাঁদের হাতে৷ ফলে প্রবল আর্থিন অনটনেক মধ্যে দিন কাটছে তাঁদের৷ এই সমস্যা সমাধানে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্প আনতে চলেছে নরেন্দ্র মোদি সরকার৷ আগামী ২০ জুন এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি৷ মূলত গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ৷ 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, লকডাউন শুরু হওয়ার পর একটা সময় আমাদের দেশের পরিযায়ী শ্রমিকরা নিজেদের গ্রামে ফিরে যেতে চেয়েছিলেন৷ কেন্দ্র ও রাজ্য সরকার তাঁদের গ্রামে ফেরানোর জন্য প্রয়োজনীয় ট্রেন ও বাসের বন্দোবস্ত করেছে৷ তাঁরা নিজেদের গ্রামে ফিরেও গিয়েছেন৷ কিন্তু কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন, তা যৌথভাবে খতিয়ে দেখেছে কেন্দ্রীয় ও  রাজ্য সরকারগুলি৷ দেখা গিয়েছে, দেশের ৬ রাজ্যের ১১৬টি জেলায় সবচেয়ে বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক ফিরে গিয়েছেন৷ এই জেলাগুলির অর্থনীতির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ 

নির্মলা জানান, আগামী ২০ জুন বিহারের খাগারিয়া জেলার বেলডৌড় ব্লকের তেলিহার গ্রামে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী৷ ১২৫ দিনের এই অভিযানে সরকারের  ২৫টি প্রকল্পকে এক ছাতার তলায় আনা হবে৷ এবং এই প্রকল্পগুলির অধীনে এই ছয় রাজ্যের ১১৬টি জেলার পরিযায়ী শ্রমিকদের কাজের সুযোগ দেওয়া হবে৷ এর জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি বলেন, এই প্রকল্পের মধ্যে দিয়ে গঠনমূলক কাজের উপরই অধিক জোড় দেওয়া হবে৷ যেমন সড়ক নির্মাণ, পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্মাণ, নলকূপ খনন ইত্যাদি৷ সেইসঙ্গে গ্রামে ফিরে শ্রমিকরাও তাঁদের কর্মসংস্থান নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন৷ 

পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের উদ্দেশেই ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দেখা গিয়েছে, যাঁরা গ্রামে ফিরে গিয়েছেন, তাঁদের অনেকেই নিজেদের রাজ্যে কাজের সুযোগ পাচ্ছেন না। সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন৷ সেই সকল মানুষদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ৷  এদিকে মোট ১২টি মন্ত্রকের যৌথ সহায়তায় এই প্রকল্পটির বাস্তবায়ন ও লক্ষ্য পূরণ হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, সড়ক পরিবহন, খনি, পানীয় জল ও স্যানিটেশন, পরিবেশ, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, সীমান্ত সড়ক, টেলিযোগাযোগ ও কৃষি মন্ত্রকের তরফে একযোগে এই প্রকল্পের কাজ চলছে বলে জানা গিয়েছে৷ আগামী ২০ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 'গরিব কল্যাণ রোজগার অভিযান' –এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =