TAX সাশ্রয় করতে চান? তাহলে বিনিয়োগ করুন এই প্রকল্পগুলিতে

TAX সাশ্রয় করতে চান? তাহলে বিনিয়োগ করুন এই প্রকল্পগুলিতে

নয়াদিল্লি: কোভিড পরিস্থিতিতে ২০১৯-২০ অর্থবর্ষে কর সাশ্রয় প্রকল্পে বিনিয়োগের সময় বাড়িয়ে ৩০ জুন করেছে সরকার৷ তাই এখনও কর সাশ্রয় বিনিয়োগ না করে থাকলে ঝটপট তা করে ফেলুন৷ বাড়িতে বসেই অনলাইনে এই বিনিয়োগ করা যাবে৷ রইল আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী কয়েকটি কর সাশ্রয় প্রকল্প৷ 

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংক-এর মত বেশ কিছু ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে৷ অনলাইন ব্যাংকিং সুবিধা থাকলে বাড়িতে বসে আনলাইনেই খোলা যাবে পিপিএফ অ্যাকাউন্ট৷ ব্যাংক অ্যাকাউন্ট থেকে পিপিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে৷ পিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টও অনলাইনেই পাওয়া যাবে৷ কর সাশ্রয়ের জন্য এই স্টেটমেন্ট জমা দিলেই হবে৷ কোনও ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্টে ৫০০ থেকে দেড় লাখ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারেন৷ নাবালক-নাবালিকা সন্তানের নামেও পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে৷ 

ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)- কর সাশ্রয়ের জন্য খোলা যেতে পারে এনপিএস অ্যাকাউন্টও৷ অনলাইন ব্যাংকিং সুবিধা বা নন-ব্যাংক পিওপি’র মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যেতে পারে৷ রেজিস্ট্রেশনের সময় কেওয়াইসি যাচাই করে দেখবে আপনার নির্বাচিত ব্যাংক বা নন-ব্যাংক পিওপি৷ আপনাকে এর জন্য প্যান কার্ড, ছবি, সাক্ষর এবং ক্যানসেলড চেকের স্ক্যান কপি আপলোড করতে হবে৷ এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পারমানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) তৈরি হয়ে যাবে৷ অ্যাকাউন্ট খোলার পরই তাতে বিনিয়োগ করতে পারবেন৷ 
ELSS ফান্ড- আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী ইকিউডিটি লিঙ্কড সেভিংস স্কিম বা ELSS –এ বছরে দেড় লাখ টাকা বিনিয়োগ করলে মিলবে কর ছাড়৷ অধিকাংশ মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি ELSS প্রকল্প প্রদান করে থাকে৷ 

কর সাশ্রয়ী ব্যাংক এফডি- ভারতের অধিকাংশ ব্যাংকেই এই পরিষেবা দেওয়া হয়৷ পাঁচ বছরের জন্য আমানত জমা রাখতে হয়৷ এই ফিক্সড ডিপোজিটের উপর বর্তমানে ৫.৫০ থেক ৬ শতাংশ রিটার্ন দিচ্ছে ব্যাংক৷ ব্যাংকের উপর নির্ভর করে সুদের হার৷ অনলাইন  Ulips- এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প৷ মেয়াদ পূরণ হওয়া পর্যন্ত প্রতি বছর এই প্রকল্পে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়৷ অধিকাংশ ইনসুরেন্স সংস্থাই এখন অনলাইন  Ulips-এর সুবিধা দিচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *