জনতার ‘রোজগার’ বাড়াতে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, চালু নয়া প্রকল্প

জনতার ‘রোজগার’ বাড়াতে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, চালু নয়া প্রকল্প

নয়াদিল্লি: লকডাউনের কারণে চরম সমস্যায় পড়েছিলেন দেশের প্রায় ৫ কোটি পরিযায়ী শ্রমিক৷ তাঁদের সমস্যা সমাধানে খেটে খাওয়া শ্রমিকদের জন্য ঠিক কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রে? আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্প চালু করে এবার তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আজ বিহার থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি৷ সেখানে বেশ কিছু পরিচয় শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন তিনি৷ তাঁদের সমস্যা, সুবিধা-অসুবিধা কথা জানার চেষ্টাও করেন৷ জানার চেষ্টা করেন তাঁদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা ঠিক ঠাক পৌঁছে যাচ্ছে কিনা৷

এদিন প্রকল্পের উদ্বোধন করে শ্রমিকদের রোজগার নিশ্চিত করতে একগুচ্ছ ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘করোনায় গোটা বিশ্ব ধাক্কা খেয়েছে৷ ভারতবর্ষী অতিমারির সঙ্গে মোকাবিলা করছে৷ গ্রামীণ ভারত করোনা সংক্রমণ রুখে দিয়েছে৷ এরজন্য গ্রামীণ ভারত গর্ব করতে পারে৷ কারণ তারা স্বাস্থ্যসচেতন৷ গ্রাম প্রধান, অঙ্গনওয়াড়ি কর্মীরা এই সময়ে দারুণ কাজ করেছেন৷ এই কাজ যাঁরা করেছেন, তাঁরা সবাই প্রশংসাযোগ্য৷’’

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে কল্যাণ অভিযানের প্ররণা পেয়েছি৷ করোনা থেকে দেশকে বাঁচানোর পূর্ণ কাজ করেছেন তাঁরা৷ শহরকে যাঁরা প্রগতি দিয়েছেন, তাঁরা এখন গ্রামে৷ গ্রামের উন্নতির জন্য ভারত সরকার ৫০ হাজার কোটি টাকা খরচ করবে৷ গ্রামে প্রতিটি ঘরে যাতে সস্তা ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করছে ভারত সরকার৷ এই প্রয়োজন মেটাবে কল্যাণ অভিযান৷’’

শ্রমিকদের যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য তাঁদের কাছে সমস্ত রকমের সুযোগ সুবিধা পৌঁছে দিতে কেন্দ্র বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী৷ ঘরে ফারা শ্রমিকরা যাতে গ্রামে এসে কাজ পান তা নিশ্চিত করা ভারতের সরকারের প্রথম লক্ষ্য বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ একইসঙ্গে খাদ্য সামগ্রী বিলি বন্টন নিয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একইসঙ্গে প্রধানমন্ত্রী ফের মনে করিয়ে দেন, করোনা সংক্রমনের মধ্যে আমরা যেন কখনও দুই গজ দূরত্ব বিধি বজায় রাখতে না ভুলি৷ কারণ এই বিধি সংক্রমণ থেকে রুখে দেবে বলেও জানান প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =