নয়াদিল্লি: ভারত-চিন সংঘাত আবহে গোটা দেশজুড়ে শুরু হয়েছে চিনা পণ্য বয়কট করার আন্দোলন৷ চলছে চিনা অ্যাপ ব্যবহার না করার প্রচার৷ চিনা পণ্যের পাশাপাশি যখন চিনা অ্যাপ বয়কটের দাবিতে তোলপাড় নেটদুনিয়া, ঠিক কখনই নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র৷
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন সংস্থা প্রেস ইনফরর্মেশন ব্যুরো বা পিআইবি-র ফ্যাক্ট চেক টিম জানিয়েছে, ভারত সরকার কোনও চিনা অ্যাপ নিষিদ্ধ করছে না৷ গুগল প্লে স্টোর থেকে শুরু করে অ্যাপেল অ্যাপ স্টোরকে এই সংক্রান্ত কোনও নির্দেশ দেওয়া হয়নি৷ ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক এই নিয়ে কোনও পদক্ষ গ্রহণ করেনি বলে সাফ জানিয়ে দিয়েছে প্রেস ইনফরর্মেশন ব্যুরো৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট ভাইরাল হয়৷ সেখানে উল্লেখ করা হয়, ভারত সরকার চিনা অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ ভারত-চিন সংঘাত আবহে চিনা অ্যাপ বয়কটের খবর দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়৷ এই নিয়ে তৈরি হয় চরম বিভ্রান্তি৷
Claim: A viral message of an order allegedly from NIC claims that @GoI_Meity has prohibited some apps from being made available on App Stores. #PIBFactCheck: The Order is #Fake. No such instruction has been given by @GoI_MeitY or NIC. pic.twitter.com/Dt7rMR7nIz
— PIB Fact Check (@PIBFactCheck) June 19, 2020
নেটপাড়ায় বিভ্রান্তি তৈরি হওয়ার পর বিষয়টি কেন্দ্রেরও নজরে আসে৷ তারপর পোস্টটি খতিয়ে দেখে পিআইবি৷ পরে জানানো হয়, ওই পোস্টটিতে সরকারি অর্ডারের যে কপি ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো৷ চিনা অ্যাপ সরিয়ে নেওয়ার কোনও নির্দেশ কেন্দ্র দেয়নি বলেও জানানো হয়৷