মুম্বই: একাধিক সমস্যার জর্জরিত এই বছর৷ অথচ বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় অনবরত ঘৃণা আর হিংসা ছড়ানো হচ্ছে৷ একে অপরকে খাটো করতে ব্যস্ত সবাই৷ এই হিংসার বদলে একে অপরের প্রতি ‘সহানুভূতিশীল’ হওয়ার আর্জি জানালেন শিল্পপতি রতন টাটা৷
এই বছর একের পর এক প্রতিবন্ধকতা এসে চলেছে৷ দেশে করোনা সংক্রমণে আক্রান্ত চার লক্ষেরও বেশি মানুষ৷ রয়েছে অন্যান্য চ্যালেঞ্জ৷ এটা একে অপরের সঙ্গে সংঘাতের সময় নয়৷ এই কঠিন মুহূর্তে একে অপরের প্রতি সংবেদনশীল হওয়ার আর্জি জানালেন রতন টাটা৷
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করেও তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ বেছে বেছে নির্দিষ্ট কিছু মানুষকে নিশানা করা হচ্ছে৷ তাঁদের বিরুদ্ধে উগড়ে দেওয়া হচ্ছে ক্ষোভ৷ এই পরিস্থিতিতে রবিবার ইনস্টাগ্রামে রতন টাটা বললেন, নেটিজেনরা ধৈর্য ও সহনশীলতা হারিয়ে ফেলছেন৷ তিনি লিখেছেন, ‘‘এই বছরটা সকলের কাছেই ভীষণভাবে চ্যালেঞ্জিং৷ আমি দেখছি নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আঘাত করছে, হেনস্থা করছে৷ একে অপরকে টেনে নামানোর চেষ্টা চলছে৷ খুব দ্রুত বিচার করে ফেলছে, ধারণা তৈরি করে ফেলছে। এই সময় একে অপরকে হিংসা করার নয়, বরং পাশে এসে দাঁড়ানোর৷’’
রতন টাটা বলেন, ‘‘আপনারা উদার হন৷ বোঝদার হন৷’’ তিনি আরও বলেন, ‘‘আমার অনলাইন উপস্থিতি খুবই কম৷ কিন্তু আমি আশা করব অনলাইন মঞ্চ সমর্থন আর সহানুভূতির জায়গা হয়ে উঠবে সকলের কাছে।’’ তাঁর এই পোস্ট বহু মানুষকে অনুপ্রাণিত করেছে৷ টাটার এক অনুগামী যেমন লিখেছেন, ‘‘আমাদের সঙ্গে এই বার্তা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই স্যার৷’’ আবার অপর এক ফলোয়ারের কথায়, ‘‘আপনি আমাদের অনুপ্রেরণা৷’’