করোনা চিকিৎসার ওষুধ আনছে সিপলা, দাম পড়বে ৫ হাজার টাকা

করোনা চিকিৎসার ওষুধ আনছে সিপলা, দাম পড়বে ৫ হাজার টাকা

48ed374fe278d8bfc4d465a982fa503b

 

নয়াদিল্লি: দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই কঠিন পরিস্থিতির মধ্যে দেখা দিল সামান্য আশার আলো৷ খুব শীঘ্রই কোভিড চিকিৎসার জন্য প্রাথমিক অনুমতিপ্রাপ্ত ড্রাগ রেমডেসিভির নিয়ে আসবে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা৷ সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় গিলিড সায়েন্সের তৈরি জেনেরিক ভার্সানের অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভিরের দাম  ৫ হাজার টাকার কম ধার্য করা হবে৷ 

সম্প্রতি সিপলা হেটেরো ল্যাবের সঙ্গে যৌথ ভাবে  জেনেরিক ভার্সানের রেমডেসিভির বিক্রির অনুমতি পায়৷ ১০০ মিলিগ্রাম ডোজের জন্য ৫ হাজার থেকে ৬ হাজারের মধ্যে ওষুধের দাম রাখা হবে বলে জানিয়েছে হেটেরো৷ গত মে মাসে বাংলাদেশের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথম বিশ্বের বাজারে রেমডেসিভির জেনেরিক ভেরিয়ান্ট নিয়ে আসে৷ রয়টার্সের রিপোর্ট, এই সংস্থাও তাঁদের ওষুধের দাম ৫ হাজার থেকে ৬ হাজারের মধ্যেই রাখছে৷ জানা গিয়েছে, ভারতের বাজারে এই ওষুধের নাম হবে “সিপরেমি”।

বিশ্বের বিভিন্ন দেশে করোনা রোগীর চিকিৎসায় রেমডেসিভির প্রয়োগ করা হয়েছে। চিকিৎসায় ইতিবাচক সাড়াও মিলেছে৷ এর পরই গুরুতর আক্রান্তদের ওপর এই ওষুধ প্রয়োগ করার অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, পুরোপুরি রেমডেসিভি ব্যাহারের অনুমতি দিয়েছে জাপান সরকার। 

সিপলার তরফে জানানো হয়েছে, “মানুষের কেনার ক্ষমতার কথা মাথায় রেখেই ওষুধের দাম ঠিক করা হয়েছে। ১০০ মিলি ডোজের একটি ইঞ্জেকশন ভায়ালের দাম ৫ হাজার টাকার নীচে রাখা হবে। এটাই বিশ্বে সবচেয়ে কম দামের রেমডেসিভির।” তবে ঠিক কবে এই ওষুধ বাজারে পাওয়া সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি সিপলা৷ তবে মনে করা হচ্ছে জুন মাসের শেষ থেকেই বাজারে মিলবে এই ওষুধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *