আনলক ২: কোথায় ছাড়, কোথায় কড়াকড়ি? বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

আনলক ২: কোথায় ছাড়, কোথায় কড়াকড়ি? বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

70b51ff1e4a72da263ef8464b9e02300

 নয়াদিল্লি: দীর্ঘ লকডাউনের ঝক্কি কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে আনলক ২৷ এই পর্বে কোথায় কী ছাড় বিলবে, কোথায় থাকবে বিধিনিষেধ, বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে আনলকের পরবর্তী পর্যায়৷ আনলক একের পর এবার শুরু হচ্ছে আনলক ২৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আনলক ২ পর্বে আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান৷ অনলাইনে পড়াশোনা ও দূর শিক্ষা চলবে৷ কেন্দ্র-রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ১৫ জুলাই থেকে কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে৷ কীভাবে কাজ হবে, সেই মর্মেও জারি হয়েছে নির্দেশিকা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জানানো হয়েছে, পয়লা জুলাই থেকে আনলক ২ পর্বে শপিংমল, ধর্মীয়স্থান, রেস্তোরাঁ খোলা থাকবে৷ তবে মেট্রো, সিনেমা হল, জিম, সুইমিংপুলের মতো বিনোদন কেন্দ্রগুলি আপাতত বন্ধ থাকবে৷ আন্তঃরাজ্য বিমান পরিষেবা আগে যেমন চলছি, তেমনই চলবে৷ বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কড়ানেও ছাড় দেওয়া হয়েছে৷

অন্যদিকে, কনটেনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে৷ তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু ছাড় মিলবে৷ কনটেনমেন্ট জোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করবে জেলা প্রশাসন৷ কনটেনমেন্ট জোনের উপর কড়া নজরদারি চালাবে৷ রাজ্য প্রশাসন চাইলে কনটেনমেন্ট জোনের বাইরে বাফার জোন চিহ্নিত করতে পারবে৷ এছাড়াও আনলক ২ পর্বের দেশজুড়ে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে বলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *