লেহ্ সফরে প্রধানমন্ত্রী! চিন সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন নমো

লেহ্ সফরে প্রধানমন্ত্রী! চিন সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন নমো

c63a91de34f132f645de78679a25e978

নয়াদিল্লি: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত সীমান্ত৷ এই উত্তেজনার মধ্যেই শুক্রবার সকালে আচমকা লাদাখের লে সেনাঘাঁটিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতিতে সরেজমিনে খতিয়ে দেখতেই এদিন সকালে লাদাখের মাটিতে নামে নমোর বিশেষ বিমান৷ তাঁর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷ এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর লে সফরে যাওয়ার কথা থাকলেও, সেই সফরসূচি বাতিল করা হয়৷ প্রসঙ্গত, লাল বাহাদুর শাস্ত্রীর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে লে সফরে গেলেন নমো৷

প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিন সেনার অনুপ্রবেশ, কাঠামো নির্মাণ এবং দু’দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি কথা বলবেন সেনা জওয়ান ও অফিসারদের সঙ্গে৷ দেখা করবেন গালওয়ান উপত্যকায় সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গেও৷ লে পৌঁছনোর পর সীমান্তের কাছাকাছি অবস্থিত ফরওয়ার্ড ল্যান্ডিং গ্রাউন্ড নিমুতে বসেই তাঁকে সীমান্ত পরিস্থিত সম্পর্কে জানান স্থলসেনা, বায়ুসেনা এবং আইটিবিপি-র অফিসাররা৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিতি নিমু৷ লেহ থেকে তিনি এলএসি-র দিকে গিয়েছেন বলেও প্রাথমিক ভাবে জানা যাচ্ছে৷ এলএসিতে ভারতীয় বাহিনীর যে সব সীমান্ত চৌকি রয়েছে, সেগুলোর কয়েকটিতে প্রধানমন্ত্রী গিয়েছেন এবং সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর৷

80faa6614f31fdecabecc6291253f878

গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার সংঘর্ষে ২০ জওয়ানের মৃত্যুর পর কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও  সীমান্তে উত্তেজনা কমেনি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর লে সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ এই মুহূর্তে গালওয়ান উপত্যকা ও প্যাংগং লেকের ফিঙ্গার চার থেকে আট পর্যন্ত চিন সেনার দখলে। ওই এলাকায় সেনা পরিকাঠামোও নির্মাণ করা হয়েছে। অধিকৃত এলাকাগুলি থেকে চিন যে সেনা সরাতে রাজি নয়, সে কথা তারা স্পষ্ট করে দিয়েছে৷  এই অবস্থায় সীমান্তে নিজেদের সামরিক শক্তি আরও বাড়াচ্ছে ভারতও৷ যে কোনও পরিস্থির জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা৷

4205d79531e3a5b68d5c91f46e548488

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর লাদাখ সফর বাতিল করার ঠিক পরের দিনই লেহ পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, গত ৬, ২২ এবং ৩০ জুন কোর কমান্ডার বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চিন তা কতটা মান্য করে তা দেখতে চাইছে ভারত৷ সে কারণেই রাজনথের সফর বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ তবে তাঁর সফর কেন বাতিল করা হল, সে বিষয়টি স্পষ্ট করেনি নয়াদিল্লি৷