সেনার মনোবল বাড়িয়ে চিনকে কড়া বার্তা নমোর! ‘আমরা কঠিন চ্যালেঞ্জকেও মোকাবিলা করব’

সেনার মনোবল বাড়িয়ে চিনকে কড়া বার্তা নমোর! ‘আমরা কঠিন চ্যালেঞ্জকেও মোকাবিলা করব’

b1e3265f4b35b4163e63c5788bb52978

নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনার মাঝেই শুক্রবার আচমকা লাদাখের লেহ সেনাঘাঁটিতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনার পর সেনা জওয়ানদের মনোবল বাড়াতে ভাষণ দেন তিনি৷ 

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সম্মান রক্ষায় আপনাদের আত্মসমর্পন, আত্মবলিদানের কোনও তুলনা হয় না৷ আপনাদের দৃঢ়তা দুনিয়ার অন্য কোনও শক্তির চেয়ে কোনও অংশে কম নয়৷ যে কঠিন পরিস্থিতিতে, যে উচ্চতায় দাঁড়িয়ে ঢাল হয়ে আপনারা ভারত-মাতার রক্ষা করছেন, যে ভাবে দেশের সেবা করছেন, সারা বিশ্বে তার মোকাবিলা কেউ করতে পারবে না৷ 

dcf9c87ea16ff5814ea95843b6e8d051

প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের সাহস এই পাহাড়ের উচ্চতার চেয়েও বেশি৷ আপনাদের সঙ্কল্প এই উপত্যকার চেয়েও শক্ত৷ আপনাদের বাহু এই পাথরের থেকেও মজবুত৷ আপনাদের ইচ্ছাশক্তি পর্বতের মতোই অটল৷ আজ আপনাদের মধ্যে এসে আমি এটাই অনুভব করছি৷ যখন দেশ রক্ষার ভার আপনাদের মতো বীর সেনাদের হাতে রয়েছে, তখন পুরো দেশ নিশ্চিন্ত৷ শুধু আমার নয়, সারা দেশের মানুষের বিশ্বাস রয়েছে আপনাদের উপর৷ আপনারা যে বীরত্ব দেখিয়েছেন, তা পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতের শক্তি কতখানি৷ গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের আমি শ্রদ্ধা জানাচ্ছি৷ সেইসঙ্গে আপনাদের অভিনন্দন জানাচ্ছি৷ দেশের বীর সেনাদের আজ সমস্ত দেশবাসী মাথা নীচু করে কুর্নিশ জানাচ্ছে৷ আপনাদের বীরত্বে গর্বিত দেশের মানুষ৷ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দেশের প্রতিটি প্রান্তের বীররা গালওয়ানে নিজেদের শৌর্য দেখিয়েছেন৷  ১৪ কোরের বীরত্বের কাহিনী সবাই জানে৷ 

b6736e36422c5373188b13d981641d3e

নমো বলেন, আপনারা যেভাবে সীমান্তে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে রয়েছেন, তা দেশের মানুষকে দিনরাত দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাচ্ছে৷ আপনাদের ত্যাগ, বলিদানের জন্য আরও মজবুত হয়েছে আত্মনির্ভর ভারতের সংকল্প৷  
 

e9d58582a190eb499058c78506c9c52f

মোদি বলেন, আমরা হলাম সেই লোক, যাঁরা বংশীধারী শ্রীকৃষ্ণের ধ্বজা ধরি, আবার সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণকেও আদর্শ মানি৷ যতবার ভারতের উপর আক্রমণ করা হয়েছে, ততবেশি মজবুত হয়েছি আমরা৷ সারা বিশ্বের অগ্রগতি, মানবতার জন্য শান্তি আর মিত্রতাকে সকলেই স্বীকার করেছেন৷ এই নীতিতে বিশ্বাস রাখাটাও জরুরি৷ কিন্তু আমরা এটাও জানি, দুর্বল কোনও দিন শান্তি আনতে পারে না৷ বীরত্বই শান্তির পূর্ব শর্ত৷ আজ জল, স্থল, আকাশে নিজেদের শক্তি বাড়াচ্ছে ভারত৷ যার অন্যতম লক্ষ্য মানব কল্যাণ৷ ভারতে আধুনিক অস্ত্রশস্ত্রের নির্মাণ হচ্ছে৷ অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় সেনাদের জন্য আনা হচ্ছে৷  দেশের শত্রুরা আমাদের জওয়ানদের শক্তি দেখেছে৷ তাঁদের আত্মবিশ্বাস আমি উপলব্ধি করতে পেরেছি৷ 

30d7c11de363747ca0297fbef756c443

নাম না করেই চিনকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ এখনও বিস্তারবাদে বিশ্বাসী৷ বিস্তারবাদের যুগ শেষ হয়ে গিয়েছে৷ এটা বিকাশবাদের যুগ৷ বিস্তারবাদই মানবতার বিনাশ করেছে৷ ইতিহাস সাক্ষী, এই সব শক্তি মুছে গিয়েছে, অথবা নত হতে বাধ্য হয়েছে৷ গোটা বিশ্ব এই বিস্তারবাদী শক্তির বিরোধিতা করার বিষয়ে মনস্থির করে ফেলেছে৷ গোটা বিশ্ব আজ বিকাশবাদের পথে চলতে চায়৷ বিকাশবাদই এখন সব জায়গায় প্রাসঙ্গিক, বিস্তারবাদীরা শান্তির পক্ষে বিপজ্জনক৷ সব দেশ আজ বিস্তারবাদের বিরুদ্ধে একজোট হয়েছে৷ আজ গোটা দেশ একজোট হয়ে লড়ছে৷ আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা কঠিন চ্যালেঞ্জকেও মোকাবিলা করব৷

3fe68f25beb25afe99c17cd7c96dd84d

তিনি আরও বলেন, আজ লাদাখে মোতায়েন সেনা জওয়ান থেকে এখানকার সাধারণ নাগরিক, সকলেই দেশের জন্য স্বার্থত্যাগ করছে৷ এই দেশ বীর জওয়ানদের দেশ৷ আমাদের সংকল্প হিমালয়ের মতোই উঁচু৷ আপনারা সেই দেশর বীর জওয়ান, যাঁরা হাজার বছর ধরে এই দেশের উপর আক্রমণ, অত্যাচারের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *