গালওয়ানে শহিদদের নামে হবে করোনা হাসপাতালের নামকরণ

গালওয়ানে শহিদদের নামে হবে করোনা হাসপাতালের নামকরণ

 
নয়াদিল্লি: চিনের সঙ্গে সংঘর্ষে লাদাখ সীমান্তে গালওয়ানে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। সেই জওয়ানদের সম্মান দিতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। দিল্লিতে কোভিড হাসপাতালের ওয়ার্ডের নামকরণ গালওয়ানে শহিদ জওয়ানদের নামে করা হবে বলে ডিআরডিও জানিয়েছে। ডিআরডিও জানিয়েছে, বল্লভভাই প্যাটেল কোভিড হাসপাতালের ওয়ার্ডের নামকরণ শহিদদের নামে হবে।

ডিআরডিওয়ের চেয়ারম্যান সঞ্জীব জোশী  জানিয়েছেন, ১৫ জুন চিনের সঙ্গে গালওয়ানে শহিদ সেনাদের সম্মান দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে করোনা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তৈরি হচ্ছে বল্লভভাই প্যাটেল কোভিড হাসপাতাল। দিল্লি হরিয়ানা সীমান্তে ছত্তরপুর এলাকায় এই হাসপাতাল তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। এই হাসপাতালে একসঙ্গে ১০ হাজার রোগীর চিকিৎসা করা সম্ভব বলে জানা গিয়েছে। এই হাসপাতালের দায়িত্বে রয়েছে ডিআরডিও।

ঠিক যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেহ ও লাদাখ সীমান্তে সেনাদের মনোবল বাড়াতে যান, সেই দিনই ডিআরডিও এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার কাকভোরে প্রধানমন্ত্রী লেহতে পৌঁছে যান। সেখান থেকে ১১ হাজার ফুট সেনা ছাউনিতে হেলিকপ্টারের সাহায্যে পৌঁছে যান। সীমান্তে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ চিনকে চরম হুঁশিয়ারি দেন তিনি। সীমান্তে দাঁড়িয়ে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন,  বিশ্বে সাম্রাজ্যবাদীদের কোনও জায়গা নেই। ইতিহাস সাক্ষী রয়েছে, যতবার সাম্রাজ্যবাদী মাথা চাড়া দিয়েছে, শান্তির কাছে হারতে হয়েছে। বিশ্বে যখনই কোনও দেশ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, সাম্রাজ্যবাদী শক্তিগুলো তখনই মাথা চাড়া দেয়। ভারত সবসময় শান্তির কথা বলে। লাদাখ ভারতের গুরুত্বপূর্ণ অংশ। লাদাখ ভারতের অংশ। তিনি বলেন, মাতৃভূমির প্রতি আপনাদের বলিদান কখনও ভোলার নয়। প্রতিটি ভারতবাসী মনে করে, আপনাদের জন্যই সকলে নিরাপদে রয়েছেন।

প্রধানমন্ত্রী চিনের সঙ্গে সংঘর্ষে আহত ভারতীয় সেনাদের দেখতে যান। সেখানে তিনি জানান, বীর সেনাদের দেখতে তিনি এসেছেন। তাঁদের থেকে সাহস ও উদ্যম নিয়ে যেতে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =