বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকে সরল চিনা সেনাবাহিনী

বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকে সরল চিনা সেনাবাহিনী

লে:  গালওয়ান উপত্যকা থেকে আগেই সরতে শুরু করেছিল  চিনা সেনা। এবার বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকে দুই কিলোমিটার সরল চিনা সেনা বলে জানা গিয়েছে।  সেনা সূত্রে জানা গিয়েছে, গোগরা হট স্পট থেকে চিনা সেনারা ট্রাক বুলডোজার নিয়ে ভারতীয় সীমান্তে ঢুকতে শুরু করেছিল। কিন্তু মঙ্গলবার থেকে সেনার কোনও গাড়ি, তাঁবু বা ছাউনি দেখতে পাওয়া যায়নি।  চিনা সেনাবাহিনী পুরো এলাকা খালি করে দিয়েছে বলে জানা গিয়েছে।  

রবিবার চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এরপরেই চিন লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমন করতে একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত নেয়। সোমবার থেকেই গালওয়ান নদীর সংলগ্ন এলাকা থেকে চিনকে পিছু হটতে দেখা যায়। পাশাপাশি ভারতীয় সেনা পিছু হটে। চিন গাওয়ান নদীর উপত্যকা থেকে সেনা, তাঁবু, সামরিক যান সরিয়ে নিয়েছে । প্রায় এক থেকে দুই কিলোমিটার চিনা সেনা সরে এসেছে বলে জানা গিয়েছে।  তবে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, এখনও গালওয়ান উপত্যকায় কিছু সশস্ত্র সেনা রয়েছে। তারা ভারতীয় সেনাবাহিনীর ওপর নজর রাখছে।

চিনের সঙ্গে ভারতের প্রায় দুই মাসের বেশি সময় ধরে স্নায়ু যুদ্ধ চলছে। লাদাখ সীমান্তে ভারত ও চিনের ১৫ জুন সংঘর্ষ হয়। যার জেরে ভারতের ২০ জন সেনা মারা যান। তারপরে প্রথমবারের জন্য মন কি বাত অনুষ্ঠানে প্রকাশ্যে চিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তবে সেই সময় তিনি চিনের নাম উল্লেখ করেননি।ভারত চিনের ৫৯টি অ্যাপ বন্ধ করে দিয়েছে। চিন এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায়। জানা যায়, চিন থেকে ভারতের কয়েকটি ওয়েবসাইডে প্রবেশ করা যাচ্ছে না। চিনের সোশ্যাল মিডিয়ায় মোদির একটি অ্যাকাউন্ট আছে। সেটিও এখন দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =