নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হাঁটছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাল, দেশে জনসংখ্যার তুলনায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বনিম্ন। স্বাস্থ্য মন্ত্রক এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে।
করোনা আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটি ১৬৮ তম রিপোর্ট। এই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে প্রতি ১০ লক্ষে ৫০৫.৩৭ জন আক্রান্ত। যেখানে বিশ্বে গড়ে আক্রান্তের সংখ্যা প্রতি ১০ লক্ষে ১৪৫৩.২৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় মৃত্যুর হারও সর্বনিম্ন৷ স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় মৃত্যু হার ১৪.২৭৷ সেখানে গোটা বিশ্বে এই হার ৬৮.২৯৷
গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষের দোড়গড়ায় পৌঁছে গিয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৮২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেশে করোনায় মৃতের সংখ্যা ২০,৬৪২। দেশে করোনায় মৃতের হার কমছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। দেশে আগে করোনায় মৃতের হার ছিল তিন শতাংশের একটু বেশি। এখন করোনায় মৃতের হার ২.৭৮ শতাংশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যত বেশি করোনার পরীক্ষা হবে, করোনায় মৃতের হার তত কমবে।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, ভারতে করোনা আক্রান্তের থেকে সুস্থ হওয়ার হার আসতে আসতে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৬,৮৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন। ভারতে সুস্থের হার ৬১.৫৩ শতাংশ। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ২,৬৪,৯৪৪ জন।