টিন্ডার, PUBG-সহ ৮৯টি অ্যাপ মুছে ফেলার আবেদন ভারতীয় সেনার

টিন্ডার, PUBG-সহ ৮৯টি অ্যাপ মুছে ফেলার আবেদন ভারতীয় সেনার

নয়াদিল্লি: লাদাখের গালওয়ানে চিনের লালফৌজের সঙ্গে ভারতীয় জওয়ানদের সংঘর্ষের পর দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের দাবি ওঠে। কেন্দ্রের তরফে ৫৯টি চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আর এবার ভারতীয় সেনাবাহিনী তাদের জাওয়ানদের ফোন থেকে ৮৯টি অ্যাপ্লিকেশন ডিলিট করার আবেদন জানাল।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এ খবর জানানো হয়েছে। ৮৯টি অ্যাপের মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, টিন্ডার, ইনস্টাগ্রাম, PUBG ইত্যাদি। এছাড়া ক্লাব ফ্যাক্টরি, ইউ সি ব্রাউজার, শেয়ারইট, জেন্ডার, হ্যালো, ওকে কিউপিড, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলো ডিলিট করার আবেদন জানানো হয়েছে।

ইতিমধ্যেই ভারত সরকার যে ৫৯টি অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে সেগুলির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ উঠেছে। সূত্রের খবর এই অ্যাপগুলি ব্যবহার করে ভারতীয়দের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সহ ভারতীয়দের ব্যক্তিগত তথ্যও হ্যাক করছে চিনা হ্যাকাররা। সেই কারণেই অ্যাপগুলি বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। আর এবার ভারতীয় সেনা সেগুলি ছাড়া আরও কয়েকটি অ্যাপ ফোন থেকে মুছে ফেলার আবেদন জানিয়ে এক ধাপ এগোল। যদিও আপাতত এই নির্দেশ শুধু ভারতীয় জওয়ানদের ওপর লাগু হয়েছে।

১. ম্যসেজিং অ্যাপ- উই চ্যাট, হ্যালো, শেয়ার চ্যাট, ভাইবার, আইএমও, হাইক এবং অন্যান্য
২. ভিডিও হোস্টিং- টিকটক, লাইকি, সামোসা, কাওয়ালি এবং অন্যান্য
৩. কনটেন্ট শেয়ারিং অ্যাপ- শেয়ার ইট, জেন্ডার, জাপ্যা এবং অন্যান্য)
৪. ওয়েব ব্রাউজার- ইউসি ব্রাউজার এবং ইউসি ব্রাউজার মিনি

৫. ভিডিও এবং লাইভ স্ট্রিমিং- জুম, লাইভ মি, ভিমেট, আপ্লাইভ এবং অন্যান্য
 

৬. ইউটিলিটি অ্যাপ্লিকেশন- ক্যামস্ক্যানার, বিউটি প্লাস এবং ট্রু কলার
৭. গেমিং অ্যাপ- PUBG, ক্ল্যাশ অফ কিং ও অন্যান্য
৮. ইকমার্স অ্যাপস- ক্লাব ফ্যাক্টরি, আলি এক্সপ্রেস, চিনাব্র্যান্ডস এবং অন্যান্য
৯. ডেটিং অ্যাপস- টিন্ডার, ওকে কিউপিড, বাদু, বাম্বল, হ্যাপন, কাউচ সার্ফিং এবং অন্যান্য
১০. নিউজ অ্যাপস- নিউজ ডগ এবং ডেইলি হান্ট
১১. লাইফস্টাইল অ্যাপস- POPXO
১২. মিউজিক অ্যাপস- হাঙ্গামা এবং songs.pk
১৩. ব্লগিং বা মাইক্রো ব্লগিং অ্যাপস- টাম্বলার, রেডডিট এবং অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =