ভাঙল সব রেকর্ড! ভারতে নতুন করে আক্রান্ত প্রায় ২৫ হাজার

ভাঙল সব রেকর্ড! ভারতে নতুন করে আক্রান্ত প্রায় ২৫ হাজার

0d7d980a9e654bef51e452b91e731363

 

নয়াদিল্লি:  দৈনিক করোনা আক্রান্তের দিক থেকে ভারত নিজের রেকর্ড নিজে ভাঙছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার। আগেই সাত লক্ষ লোক নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের দিক থেকে ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।  দ্রুত ভারত সংক্রমণে আট লক্ষের ঘরে পা দিতে চলেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৭৯ জন। দেশে মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। যার জেরে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ১২৯ জনের।  তবে দেশে দ্রুত সুস্থ হচ্ছেন করোনা আক্রান্তরা। জানা গিয়েছে, ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৮ জন করোনামুক্ত হয়েছেন।এর মধ্যে সক্রিয় আক্রান্ত ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯ জন। ভারতে সব থেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। বুধবার পর্যন্ত মহারাষ্ট্রে ২ লক্ষ ২৩ হাজার ৭২৪ জন। মহারাষ্ট্রে মৃতের হারও বেশি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে করোনায় এখনও পর্যন্ত ৯ হাজার ৪৪৮ জনের মৃত্যু হয়েছে।

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে উদ্ধব ঠাকরের প্রশাসন। তবুও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না।  মহারাষ্ট্রের মধ্যে মুম্বইয়ে করোনা সংক্রমণের ঘটনা সব থকে বেশি। তবে ধারাভিতে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। মঙ্গলবার ধারাভি বস্তিতে করোনায় মাত্র একজন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রেও প্লাজমা ব্যাংকের উদ্বোধন হয়েছে। আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে প্লাজমা ব্যাংকের উদ্বোধন করেছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *