দেশে করোনা-জয়ীর সংখ্যা ৫ লক্ষের দোরগড়ায়, পথ দেখাচ্ছে স্বদেশি চিকিৎসা

দেশে করোনা-জয়ীর সংখ্যা ৫ লক্ষের দোরগড়ায়, পথ দেখাচ্ছে স্বদেশি চিকিৎসা

8d8e9ef0d86348e159732292d2afd449

 
নয়াদিল্লি: আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেই ভারতে করোনায় আক্রান্তের হার বেড়েই চলেছে। ভারত আজকেও দৈনিক করোনা আক্রান্তের দিক থেকে নিজের রেকর্ড নিজে ভেঙেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার আলো দেখাচ্ছে ভারতে সুস্থের হার। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় পাঁচ লক্ষ মানুষ।

শুক্রবার এক বুলেটিনে জানানো হয়েছে, ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন, ৭ লক্ষ ৯৩ হাজার  ৮০২ জন। তার মধ্যে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৪১২ জন। ভারতে সুস্থের হার ৬২.৪২ শতাংশ। ভারতে করোনায় সক্রিয়  কেসের থেকে সুস্থের হার ক্রমশ বাড়ছে।  সুস্থের হর অ্যাক্টিভ কেসের থেকে প্রায়  দ্বিগুন বেশি। তাতেই মানুষ আশ্বস্ত হচ্ছেন। ভারতে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৬৮৫ জন।

স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার একটি পরিসংখ্যাণ প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে কোন বয়সে আক্রান্তের হার কি রকম। সেখানে দেখা গিয়েছে, ভারতে করোনায় আক্রান্তের ৮৫ শতাংশের মানুষের বয়স ৪৫ বছরের ওপরে। পাশাপাশি জানানো হয়েছে, ভারতে করোনায় মূলত ৬০ বছরের বেশী বয়সের আক্রান্তদের মৃত্যু হচ্ছে। এই হার প্রায় ৫৩ শতাংশ। সংখ্যার নিরিখে দেখতে গেলে ১১ হাজার ১৯৮ জন করোনায় মৃতদের বয়স ৬০ বছরের বেশি।  স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে মোট ৮ শতাংশ মানুষের বয়স ৬০ থেকে ৭৪ য়ের মধ্যে। তার মধ্যে ৩৯ শতাংশ মানুষের মৃত্যু করোনায় হচ্ছে। যা যথেষ্ট আশঙ্কার।  তবে ৬০ বছরের নীচে যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন তাঁদের হার নেহাত কম নয়।  আক্রান্তের ৪৫ শতাংশের বয়স ৬০ বছরের নীচে।  তাই ৪৫ বছরেরে ওপর বয়সি নাগরিকদের আরও সতর্ক থাকতে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *