ভারত-চিন দ্বন্দ্বে দিল্লির পাশে নাও থাকতে পারে আমেরিকা: জন বোল্টন

ভারত-চিন দ্বন্দ্বে দিল্লির পাশে নাও থাকতে পারে আমেরিকা: জন বোল্টন

নয়াদিল্লি: সীমান্ত ইস্যুতে বেজিং ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটলে আমেরিকা যে ভারতকে সাহায্য করবেই, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই৷ এমনই মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন৷  

ভারতের এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বোল্টন বলেন, ‘‘ উনি সীমান্ত সংঘর্ষের তাৎপর্য কতটা বোঝানে, সে বিষয়ে আমি নিশ্চিত নই৷ আমার মনে হয় উনি ভারত ও চিনের মধ্যে চলে আসা এই দীর্ঘ সংঘাতের ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না৷ এ বিষয়ে সংক্ষিপ্তভাবে তাঁকে জানানো হলেও, সম্পূর্ণ ইতিহাসটা তাঁর অজানা৷’’

প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, ‘‘আমি জানি না উনি কোন পথে এগোবেন৷ আমার মনে হয় ওনার কাছেও বিষয়টি স্পষ্ট নয়৷ আর চিনের সঙ্গে ভৌগলিক রাজনীতির সম্পর্কটি শুধুমাত্র বাণিজ্যিক প্রিজমের মধ্যে দিয়ে দেখছেন উনি৷’’   

এই মুহূর্তে যদি ভারত ও চিনের মধ্যে সম্পর্কের অবনতি হয়, তাহলে কী ভূমিকা নেবে ট্রাম্প প্রশাসন? এই প্রশ্নের জবাবে বোল্টন বলেন, ‘‘সামনেই নির্বাচন৷ আমার মনে হয়না এর আগে উনি এমন কিছু বিষয়ে হস্তক্ষেপ করতে চাইবেন, যাতে তিনি বিতর্কে জড়িয়ে পড়তে পারেন৷ কিছুটা সেফসাইডেই খেলতে চাইবেন ট্রাম্প৷ আসন্ন নির্বাচন তাঁর জন্য যে কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য৷ ফলে তিনি চাইবেন, আপাতত শান্তই থাক ভারত-চিন সীমান্ত৷ তাঁর দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে কোনও খবরই সুখবর নয়৷’’ 

তবে বোল্টন যাই বলুন না কেন, ভারত-চিন সীমান্ত ইস্যুতে তিনি যে ভারতের পাশেই রয়েছেন, বারবারই সেই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ এমনকী চিনের বিরুদ্ধে হুংকারও দিয়েছেন তিনি৷ গত সোমবারও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারত-চিন যুদ্ধ বাধলে, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশক্তি দিয়ে ভারতের পাশে দাঁড়াবে৷ চিনকে সায়েস্তা করতে দক্ষিণ চিন সাগরে দুটি বিমান বাহক নৌবহরও মোতায়েন করেছে মার্কিন নৌসেনা৷ মার্কিন নৌসেনার এই অবস্থানে সিলমোহর দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী চিনা আগ্রাসন রুখতে ইউরোপ থেকে মার্কিন সেনা সরিয়ে এশিয়ায় মোতায়েন করা হচ্ছে বলেও জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =