করোনা চিকিৎসায় কার্যকরী ওষুধের দাম ২৭% কমাল সংস্থা

 গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অলোক মালিক জানিয়েছেন, “আমাদের অভ্যন্তরীণ গবেষণা দেখা গেছে যে আমরা অন্যান্য দেশে ফ্যাভিপিরাভির বাজার দরে  তুলনায় অনেক কমে ফ্যাভিফ্লু ভারতের বাজারে এনেছি। এখন আমরা আশা করি যে আরও কম দামে এই ওষুধ সারা দেশে রোগীদের জন্য আরও সহজলভ্য করে তুলবো।”

ওয়াশিংটন: অ্যান্টিভাইরাল ফ্যাভিপিরাভিরের ব্র্যান্ড ফ্যাবিফ্লু (FabiFlu) ওষুধের দাম কমালো মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্লেনমার্ক। করোনা চিকিৎসায় মৃদু থেকে মাঝারি উপসর্গের রোগীদের ক্ষেত্রে ফ্যাবিফ্লু ওষুধটি অত্যন্ত কার্যকরী। গত জুন মাস থেকেই ভারতের বাজারে ওষুধটি পাওয়া যাচ্ছে।  

তখন থেকে এর দাম ছিল ১০৩ টাকা। এখন প্রায় ২৭% দাম কমানো কমিয়ে ফ্যাভিপিরাভিরের এই ব্র্যান্ডের একটি ট্যাবলেটের দাম নির্দিষ্ট করা হল ৭৫ টাকা। ফ্যাবিফ্লু-এর বেশী মাত্রায় উৎপাদন এবং ভালো চাহিদার সুবাদেই এই ওষুধের দাম কমানো সম্ভব হয়েছে। যেহেতু এই ওষুধের কার্যকরী উপাদান ও সূত্রগুলি দেশেই তৈরি বলে জানিয়েছে গ্লেনমার্ক। 

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অলোক মালিক জানিয়েছেন, “আমাদের অভ্যন্তরীণ গবেষণা দেখা গেছে যে আমরা অন্যান্য দেশে ফ্যাভিপিরাভির বাজার দরে  তুলনায় অনেক কমে ফ্যাভিফ্লু ভারতের বাজারে এনেছি। এখন আমরা আশা করি যে আরও কম দামে এই ওষুধ সারা দেশে রোগীদের জন্য আরও সহজলভ্য করে তুলবো।”

গত ২০ জুন গ্লেনমার্ক ঘোষণা করে যে এটি ফাবিফ্লু'র জন্য ভারতের ড্রাগ নিয়ন্ত্রকের কাছ থেকে উৎপাদন ও বিপণনের অনুমোদন পেয়েছে, যা হালকা থেকে মাঝারি উপসর্গের ক্ষেত্রে  চিকিৎসার জন্য ভারতে প্রথম খাওয়ার ওষুধ ফ্যাভিপিরবির-অনুমোদিত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের উদ্যোগে করোনার সলিডারিটি ট্রায়ালে ফ্যাভিপিরাভিরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছিল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। প্রথম দুটি ট্রায়ালের রিপোর্ট সন্তোষজনক হওয়ায় তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয় এই ওষুধের। সেই ট্রায়ালের রিপোর্ট খুব তাড়াতাড়ি জানা যাবে। 

এদিকে গ্লেনমার্ক ড্রাগ কন্ট্রোলের অনুমতি পাওয়ার পরেই দিল্লি ব্রিনটন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গালুরুর স্ট্রাইডস ফার্মা, মুম্বইয়ের লাসা সুপারজেনেরিকস এবং হায়দরাবাদের অপটিমাস ফার্মাও এই ওষুধ বাজারে আনার জন্য ড্রাগ কন্ট্রোলের কাছে প্রস্তাব জানিয়েছে। ফ্যাভিপিরাভির ওষুধের নির্মাতা জাপানি কোম্পানি ফুজিফিল্ম। সে দেশে এই ওষুধের ব্র্যান্ড নাম ‘অ্যাভিগান’। প্যারাজাইকার্বোক্সামাইডের ডেরিভেটিভ হল এই ড্রাগ ফ্যাভিপিরাভির। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হলুদ জ্বর, হাত ও পায়ের যে কোনও ভাইরাল ইনফেকশন কমাতে কার্যকরী এই ওষুধটি। চীন, জাপান, রাশিয়া, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, মিশরে করোনা আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধের ব্যবহার শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *