শিলং: কথায় বলে বয়স বড় বলাই৷ কিন্তু আত্মিক শক্তির কাছে বয়স নেহাতই তুচ্ছ৷ এই ইচ্ছাশক্তির জোড়েই ৫০ বছরে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরলেন মেঘায়লের লেকেন্তিও সিয়েমিলিহ৷
গত সোমবার প্রকাশিত হয় মেঘালয় বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ এই বছর কৃতীদের নামের তালিকায় ছিল একটি অপ্রত্যাশিত নাম৷ তিনি হলেন ৫০ বছরের লেকেন্তিও সিয়েমিলিহ৷ ৩০ বছর আগে স্কুল ছুটের দলে নাম লিখিয়েছিলেন তিনি৷ এই বয়সে এসে স্কুলে ফিরে যাওয়ার কথা কল্পনা করতে পারেন না অধিকাংশ মানুষই৷ কিন্তু তিনি যে ব্যতিক্রমী৷ তাই তো বয়সকে হার মানিয়েই ফের শুরু করেন পড়াশোনা৷
মেঘালয়ের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সিয়েমিলিহ এই বছর সফল ভাবেই উচ্চমাধ্যমিক পাশ করেছেন৷ তবে এখানেই তার সফরের শেষ নয়৷ রয়েছে উচ্চাকাঙ্খা৷ জানা গিয়েছে, পছন্দের খাসি ভাষায় স্নাতক ডিগ্রি করার ইচ্ছা রয়েছে তাঁরা৷ ছেলেমেয়ে নাতি-নাতনি নিয়ে ভরা সংসার সিয়েমিলিহ-র৷ কিন্তু কে বলবে তাঁর বয়স ৫০৷ এখনও তাঁর মধ্যে ভরপুর তারুণ্যের উচ্ছ্বাস!
এই খবরটি প্রকাশ্যে আসতেই টুইট করে এক নেটিজেন বলেন, ‘‘স্কুল ছাড়ার ৩০ বছর পর মেঘালয়ের ৫০ বছরের এই মহিলা দ্বাদশের পরীক্ষায় সফল৷ ফলাফল বেরনোর পরের দিনই লেকেন্তিও সিয়েমিলিহ ঠিক করে ফেলেছেন আগামী দিনে আরও পড়াশোনা করবেন তিনি৷ পছন্দের খাসি ভাষায় করবেন স্নাতক ডিগ্রি৷’’
The story of Lakyntiew Syiemlieh from Umsning, Ri-bhoi, Meghalaya.
And inspiring 50 year old.
Who just cleared her class 12 exams!
And aspires to achieve more! @airnews_shi @ShillongTimesIn@SangmaConrad @DrJitendraSingh @DrRPNishank pic.twitter.com/IsirwZHjFD
— DD NEWS SHILLONG (@ddnewsshillong) July 15, 2020