মাঠ ভরা ফসলে বুলডোজার চালালো পুলিশ, সর্বস্ব হারিয়ে বিষ খেলো দলিত পরিবার

মাঠ ভরা ফসলে বুলডোজার চালালো পুলিশ, সর্বস্ব হারিয়ে বিষ খেলো দলিত পরিবার

গুনা: কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মধ্যপ্রদেশের গুনা জেলার এক দলিত দম্পতি। অভিযোগ, মঙ্গলবার রাজস্ব বিভাগের আধিকারিকরা তাদের ফসলের উপর বুলডোজার চালান। আর সেই সময় ওই দম্পতিকে সেই মর্মান্তিক দৃশ্য দেখতে বাধ্য করা হযেছিল। এছাড়া ওই দম্পতিকে শারীরিক অত্যাচার করা হয় বলেও অভিযোগ। রাম কুমার অহিরওয়ার (৩৮) এবং সাবিত্রী দেবী (৩৫) নামে ওই দুজনকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

সরকারের মতে, ২০১৮ সালে ২০ বিঘা (প্রায় ৫.৫ একর) সরকারি জমি কলেজ তৈরির জন্য আলাদা করা হয়েছিল। এই জমিটি রাম কুমার অহিরওয়ার এবং সাবিত্রী দেবী দখল করেন বলে অভিযোগ। তাদের দাবি, তারা ওই জমিতে বছরের পর বছর চাষ করে আসছেন। সাবিত্রী দেবী বলেন, “আমরা জানি না এটি কার জমি। আমরা দীর্ঘদিন ধরে এর স্বত্ত্ব ভোগ করছি। তিন লাখ টাকা আমাদের ঋণ রযেছে। কে দেবে সেই ঋণের টাকা? সরকার?”

জানা গিয়েছে, মঙ্গলবার রাজ্য রাজস্ব বিভাগের একটি দল, পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় আসে। ওই দম্পতিকে উচ্ছেদ করতে এবং সীমানা পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার তোড়জোড় করে তারা। দম্পতি তা প্রতিরোধের চেষ্টা করে। কিন্তু বাধা দিতে পুলিশ। যখন তাদের ফসলের উপর ধ্বংসাত্মকভাবে বুলডোজার চালানো হচ্ছিল, তখন তারা আত্মহত্যার চেষ্টা করে। কীটনাশক পান করে তারা। অভিযোগ, পুলিশ ওই সময় তাদের উপর লাঠিচার্জ করে। রাম অহিরওয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। উলটে যে পুলিশরা তাদের উপর হামলা করেছিল বলে অভিযোগ, তাদের ক্লিন চিট দেওয়া হয়েছে।