৩০ সেকেন্ডে হাত সাফাই! ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা হাতাল ১০ বছরের খুদে

৩০ সেকেন্ডে হাত সাফাই! ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা হাতাল ১০ বছরের খুদে

ভোপাল:  মাত্র ৩০ সেকেন্ড! টার্গেট ১০ লক্ষ! চোখের নিমেষে মিশন কমপ্লিট৷ ব্যাংক ক্যাশিয়ারের টেবিল থেকে উধাও হয়ে গেল টাকা৷ যতক্ষণে সকলে টের পেল, ততক্ষণে পগাড় পাড় খুদে চোর৷

মধ্যপ্রদেশের নিমুচ জেলার এই ঘটনা রুপোলি পর্দার টিত্রনাট্যকেও যেন হার মানায়৷ অভিনব কায়দায় ব্যাংক লুট করে পালাল ১০ বছরের এই খুদে৷ যা দেখে সকলেই তাজ্জব৷ সকাল ১১টা নাগাদ একেবারে পিক আওয়ারে সকলের চোখের সামনে দিয়েই ব্যাংকে ঢুকে পড়ে সে৷ এরপর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই টাকা নিয়ে ব্যাংক থেকে পালায় এই খুদে চোর৷ ব্যাংকে উপস্থিত কোনও কর্মীর নজরেও আসেনি সে৷ তবে গোটা ঘটনাটি ধরা পড়েছে ব্যাংকের সিসিটিভি ক্যামেরায়৷ 

নিমুচ জেলার জাওয়াদ এলাকার একটি সমবায় ব্যাংকে ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকাল ১১টা নাগাদ ১০ বছরের ওই বালক নির্দ্বিধায় ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে৷ তার পর সটান চলে যায় কেশিয়ারের টেবিলের কাছে৷ বেঁটে খাটো হওয়ায় ব্যস্ততার মধ্যে তাকে খেয়াও করেনি কেউ৷ সুযোগ বুঝে ৫০০ টাকার দুটো বান্ডিল হাতে তুলেই নিমেষে ব্যাগে পুড়ে ফেলে সে৷ তারপর ছুটে ব্যাংক থেকে বেরিয়ে যায় খুদে চোর৷ তাকে ছুটতে দেখেই টনক নড়ে সবার৷ এদিকে তার পিছু নেয় ব্যাংকের নিরাপত্তারক্ষী৷ কিন্তু তাকে ধরতে পারেনি৷

তবে এদিন একলা ছিল না ওই খুদে চোর৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বছর ২০-র যুবক ওই বালককে কিছু একটা নির্দেশ দিচ্ছিল৷ প্রায় ৩০ মিনিট ব্যাংকের ভিতরে ছিল ওই যুবক৷ ক্যাশিয়ার তাঁর টেবিল ছেড়ে উঠতেই ওই বালককে ইশারা করে সে৷ ব্যাংকের বাইরেই অপেক্ষা করছিল ১০ বছরের ওই বালক৷ ছেলেটি ছোটোখাটো হওয়ায় সকলের নজর এড়িয়েই ব্যাংকে ঢুকে পড়ে সে৷ তার পর টাকা নিয়ে ধাঁ৷ কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, তাঁদের নাকের ডগা দিয়েই চুরি হয়ে যাচ্ছে৷ 

ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ৷ ব্যাংকের বাইরে থাকা দোকানগুলিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এর পিছনে বড় কোনও চক্রান্ত কাজ করছে বলেই পুলিশের অনুমান৷ পুলিশ জানিয়েছে, ব্যাংক লুট করার জন্য ১০ থেকে ১৪ বছরের ছোট ছোট ছেলেমেয়েদের কাজে লাগানো হচ্ছে৷ এদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =