সেনা সরানো জটিল প্রক্রিয়া, নজরদারি প্রয়োজন : ভারতীয় সেনা

সেনা সরানো জটিল প্রক্রিয়া, নজরদারি প্রয়োজন : ভারতীয় সেনা

লাদাখ: লাদাখে ভারত চিন সংঘর্ষ পরবর্তী পরিস্থিতির পর শান্তি স্থাপনে আগ্রহী দু'দেশ। দুপক্ষের মধ্যে প্রতিনিয়ত চলছে এবিষয়ে আলোচনা। আলোচনায় যে সমাধান আনবে তা সবসময় জানাচ্ছে দু'পক্ষের নেতৃত্ব। এবার ভারতীয় সেনার তরফে এক নতুন বার্তা। পূর্ব লাদাখ থেকে সেনা সরানোর প্রক্রিয়া জটিল এবং তাতে কড়া নজরদারি প্রয়োজন। ভারত চিন চতুর্থ দফার ম্যারাথন বৈঠকের পর ভারতীয় সেনা সূত্রে একথা জানানো হল। ভারত ও চিনের শীর্ষস্তরে সেনা কর্তারা প্রথম পর্যায়ের সেনা সরানোর প্রক্রিয়া ঠিক কীভাবে এগোচ্ছে তা খতিয়ে দেখছেন।

তারা এই এলাকা থেকে পুরোপুরি সেনা সরানোর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাও করছেন। প্রকৃত নিয়ন্ত্ররেখার ভারতীয় অংশে অবস্থিত চুসুলে ১৫ঘণ্টার এক বৈঠকে এই জটিল সেনা সরানোর পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সিনিয়র কমান্ডাররা প্রথম পর্য়াযের সেনা সরানোর কাজের গতিবিধি খতিয়ে দেখেন এবং পরবর্তী পর্য়াযে কাজ সম্পন্ন হওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন, বেল ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে এই জটিল সেনা সরানোর প্রক্রিয়া সম্পন্ন করতে দুদেশই আগ্রহী। এই জটিল প্রক্রিয়ার দিকে কড়া নজরদারি রাখা হচ্ছে। কূটনৈতিক ও সামরিক স্তরে প্রতিদিন আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

এই কাজে ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন লেহ-র 14 CORPS এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চিনের তরফে দায়িত্বে রয়েছেন সাউথ শিনজিয়াং মিলিটারি রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। ৫ জুলাই দু'তরফের বিশেষ প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর স্থির হয় এলাকা থেকে পুরোপুরি সেনা সরানো হবে। পাশাপাশি দু'দেশের মধ্যে রোজ কথা চলছে বলেও জানিয়েছে সেনা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল টেলিফোনে সম্পূর্ণ সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে কথা বলেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের সঙ্গে। দু'দেশের মধ্যে সীমান্ত সমস্যা সংক্রান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন দোভাল এবং ওয়াং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =