এবার সমস্ত পণ্যে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ বাধ্যতামূলক করল অ্যামাজন

এবার সমস্ত পণ্যে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ বাধ্যতামূলক করল অ্যামাজন

মুম্বই: এবার থেকে নতুন এবং পুরনো সমস্ত প্রডোক্টের তালিকায় উৎপাদিত দেশের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করল অ্যামাজন৷ আগামী ১০ অগাস্টের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে বলেও তাদের প্ল্যাটফর্মে থাকা সকল বিক্রেতাদের ই-মেল পাঠানো হয়েছে৷ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে বিক্রিতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করে দিয়েছে ই-কামার্স জায়েন্ট অ্যামাজান৷ 

সংস্থার বিক্রিতাদের কাছে ই-মেল পাঠিয়ে বলা হয়েছে, ২১ জুলাই থেকে প্রতিটি পণ্যে উৎপাদিত দেশের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে৷ ওই ই-মেলে আরও বলা হয়েছে, ‘‘নতুন এবং পুরনো সমস্ত পণ্যের তালিকায় এবার থেকে এই তথ্য সরবরাহ করতে হবে৷’’ 

ওয়েবসাইট এবং পণ্যের তালিকায় থাকা প্রতিটি প্রোডাক্টে যাতে দেশের নাম উল্লেখ করা হয়, তা নিশ্চিত করতে ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ যার মূল উদ্দেশ্য হল বিদেশি পণ্যের আমদানি কমিয়ে দেশীয় পণ্যের বিক্রি বাড়ানো৷ বিশেষত ভারতের বাজার থেকে চিনা পণ্য হঠানোই এখন কেন্দ্রের অন্যতম লক্ষ্য৷  

অ্যমাজনের দুই প্রতিদ্বন্দ্বী সংস্থা ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিল গত কয়েক বছর ধরেই তাদের প্ল্যাটফর্মে থাকা বিক্রেতাদের পণ্য উৎপাদনকারী দেশের নাম ও তথ্য প্রকাশ করার অপশন দিচ্ছে৷ তবে তা বাধ্যতামূলক নয়৷ এদিন অ্যামাজনের তরফে তার বিক্রেতাদের বলা হয়েছে, ‘‘ ওয়েবাসাইটে আপনাদের দেওয়া তথ্য যেন সময়মতো আপটেড করা হয় এবং তা যেন নির্ভুল থাকে৷ এর জন্য আপনি সম্পূর্ণ দায়বদ্ধ থাকবেন৷ ১০ অগাস্ট, ২০২০-র মধ্যে এই তথ্য সরবরাহে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷’’ বিক্রেতাদের আরও বলা হয়েছে, কোনও পণ্য যদি বিদেশ থেকে আমদানি করা হয়, তাহলে আমদানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগের তথ্যও উল্লেখ করতে হবে৷ তবে এই বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 8 =