নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। ভারত প্রতিদিন নিজের রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় ভারত সব রেকর্ড ভেঙে করোনায় আক্রান্ত হয়েছে ৪০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত তিন দিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষের বেশি। মৃতের সংখ্যাও ৭০০ ছাড়িয়ে গিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যাণে দেখা গিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০, ৪২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিন দিনে ভারতে এক লক্ষ ১৪ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। জুলাই মাসের প্রথম ২০ দিনে ভারতে পাঁচ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ১১ লক্ষ ১৮ হাজার ৪৩। করোনায় ভারতে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৮১ জন করোনায় মারা গিয়েছে। ভারতে ক্রমাগত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার বাড়ায় আশঙ্কা আরও তীব্র হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে আরও একটা বিষয়ে ভারত রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ২২ হাজার জন করোনায় সুস্থ হয়ে উঠেছেন। ভারতে সাত লক্ষের বেশি মানুষ করোনা জয় করেছেন। তবে হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, দেশে সুস্থের হার কমছে। ভারতে করোনায় সুস্থের হার ৬২.৬১ শতাংশ। এদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৯০,৪৫৯। মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত দেশের মধ্যে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে। সোমবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ৩ লক্ষ ১০ হাজার ৪৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৫৪ জনের। সংক্রমণ মোকাবিলায় মুম্বই,পুণে-সহ রাজ্যের বিভিন্ন এলাকার কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চলছে। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৭০ হাজার ৬৯৩। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে ২৪৮১।