সুখবর! দেশীয় টিকা কোভ্যাকসিনের মানব শরীরে প্রথম প্রয়োগ সফল

সুখবর! দেশীয় টিকা কোভ্যাকসিনের মানব শরীরে প্রথম প্রয়োগ সফল

নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ সঙ্গে পাল্টা দিচ্ছে মৃত্যুর পরিসংখ্যান৷ এখনও পর্যন্ত ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা৷ যার জেরে মৃত্যুর নিরিখে স্পেনের পর ফ্রান্সকেও টপকে গিয়েছে ভারত৷ তবে, আশার আলো দেখিয়ে, এইমসে এক যুবকের শরীরে কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে৷

করোনা টিকা আবিষ্কার নিয়ে যখন গোটা পৃথিবীর বিজ্ঞানীরা সর্বস্ব দিয়ে লড়াই করছেন, ঠিক তখনই এই করোনা নিয়ে অবিজ্ঞানের চর্চায় মেতে উঠেছেন বিজেপির বহু নেতা৷ রামমন্দির থেকে ভাবিজি পাঁপড়ের চর্চা চলছে৷ বিজেপির বেশ কিছু নেতা করোনা রুখতে অবিজ্ঞানের চর্চায় মেতে উঠলেও আশার আলো দেখিয়ে দিল্লির এইমস৷

রাজধানী দিল্লির এইমসে ৩০ বছর বয়সি এক যুবককে ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে৷ টিকা প্রয়োগের ফলে তাঁর শরীরে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন আসেনি৷ তবে, পরিবর্তন লক্ষ করতে আগামী দু’সপ্তাহ ওই ব্যক্তির উপর নজর রাখা হবে৷ তারপর তাঁকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷ যদিও, টিকা প্রয়োগের ফলাফল জানতে আরও বেশ খানিকটা সময় লেগে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা৷ কেননা, টিকা তৈরি থেকে বাজারে আসা পর্যন্ত বেশ কয়েকটি ধাপ পেরতে হয়৷ তাতে লেগে যায় বহু বছর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =