চাকরির হদিশ দিতে রাজ্যে চালু নয়া পোর্টাল ‘রোজগার বাজার’

চাকরির হদিশ দিতে রাজ্যে চালু নয়া পোর্টাল ‘রোজগার বাজার’

36eabff584ef8203ee18c71e74712294

নয়াদিল্লি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ এবার চাকরির সন্ধান দেবে সরকারি পোর্টাল৷ সোমবার নিয়োগকারী এবং চাকরিপ্রার্থীদের জন্য পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার৷ 

এই ওয়েবসাইটির নাম দেওয়া হয়েছে ‘রোজগার বাজার’৷ http://jobs.delhi.gov.in –এই লিঙ্কে ক্লিক করলেই মিলবে কাজের সন্ধান৷ চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের জন্য এটি এক ধরনের কাজের বাজার৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়োগকারীরা এই ওয়েবসাইটে তাদের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপন দিতে পারবেন৷ আবার চাকরি প্রার্থীরাও এখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং চাহিদা আপডেট করতে পারবেন৷ 

আরও পড়ুন- কেন বাতিল হবে না পরীক্ষা? UGC-র মত চাইল সুপ্রিম কোর্ট, টুইট রাজ্যপালের

এদিন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও জানান, স্ট্রিট হকারদের জন্যেও নির্দেশিকা জারি করা হয়েছে৷ যাতে তাঁরা আজ থেকেই কাজ শুরু করতে পারেন৷ অগামী কয়েক দিনের মধ্যে আপ সরকার আরও কিছু ঘোষণা করতে চলেছেন বলেও সূত্রের খবর৷ দীর্ঘ লকডাউনে রাজ্যের অর্থনৈতিক অবস্থা বেহাল৷ তার উপর ভয়াবহভাবে দিল্লির বুকে জাঁকিয়ে বসেছিল করোনা৷ এইন অবস্থায় রাজধানীর আর্থিক হাল ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে চলেছে কেজরিওয়াল সরকার৷ সেইসঙ্গে জোড় দেওয়া হচ্ছে কর্মসংস্থানের উপরেও৷ 

আরও পড়ুন- ফ্রান্স থেকে ভারতের মাটিতে যুদ্ধবিমান রাফাল, ঘুম ছুটছে চিনের

ইতিমধ্যে রাজধানীতে উল্লেখজনক ভাবে উন্নতি হয়েছে কোভিড পরিস্থিতির৷ দিল্লিতে সুস্থতার হার ৮৮ শতাংশ৷ এই মুহূর্তে আক্রান্তের হার মাত্র ৯ শতাংশ৷ সোমবার একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী৷ এদিন একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘দিল্লির কোভিড পরিস্থিতির উল্লেখজনকভাবে উন্নতি হয়েছে৷ সারা দেশে এমনকী বিশ্বেও আলোচিত হচ্ছে দিল্লি মডেল৷ আজ দিল্লিতে সুস্থতার হার ৮৮ শতাংশ৷ মাত্র ৯ শতাংশ মানুষ আক্রান্ত রয়েছেন৷ মৃত্যুর হার মাত্র ২ থেকে ৩ শতাংশ৷ মৃত্যুর হারও কমেছে অবিশ্বাস্য হারে৷’’ করোনা পরিস্থিতি সামাল দিয়ে রাজ্যের আর্থিক বিকাশই এখন কেজরিওয়াল সরকারের মূল লক্ষ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *