ভারতের মাটি ছুঁল রাফাল যুদ্ধবিমান, বায়ুসেনার ঐতিহাসিক মুহূর্ত!

ভারতের মাটি ছুঁল রাফাল যুদ্ধবিমান, বায়ুসেনার ঐতিহাসিক মুহূর্ত!

যোধপুর: প্রায় ৭ হাজার কিমি পাড়ি দিয়ে অবশেষে ভারতের মাটি ছুল ৫টি রাফাল যুদ্ধবিমান৷ চূড়ান্ত সতর্কতার মধ্যে অম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে সফল অবতরণ করেছে ৫টি রাফাল যুদ্ধবিমান৷ ভারতে আসার পথে আরব সাগরের উপর রণতরী আইএনএস কলকাতার সঙ্গে যোগাযোগ করে রাফাল৷

অম্বালায় পৌঁছনোর পর রাফালকে জানানো হবে ‘ওয়াটার স্যালুট’৷ ঢেলে সাজানো হয়েছে যোধপুর বায়ুসেনা ঘাঁটি৷ বায়ুসেনা সূত্রে খবর, আজ রাফাল ভারতের মাটি ছুঁলেও সরকারিভাবে আজ রাফালকে বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হবে না৷ অগাস্ট মাসে আনুষ্ঠানিকভাবে রাফালকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে৷ অক্টোবর-নভেম্বর মাসে আরও ৫টি রাফাল আসার কথা৷

রাফাল যুদ্ধবিমানটি তৈরি করেছে ফরাসি এভিয়েশন সংস্থা ডাসল্ট৷ সোমবার ফ্রান্সের মেরিগনাক এয়ারবেস থেকে রওনা দেয় পাঁচটি রাফাল জেট৷ মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমানের বরাত দিয়েছে ভারত৷ তার মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফাল পেল ভারত৷ ২০১৬ সালে এর জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ফ্রান্সের সঙ্গে৷ ফ্রান্স থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভারতে এল এই যুদ্ধ বিমান৷  

যাত্রা শুরুর পর প্রায় ১০ ঘণ্টা উড়ান দিয়ে রাফাল জেটগুলি অবতরণ করে সংযুক্ত আরব আমিরশাহীতে৷ সেখান থেকে আবার পরের দিন হরিয়ানার আম্বালার উদ্দেশে রওনা দেয়৷ জানা গিয়েছে, রাফাল বাসুসেনার হাতে তুলে দেওয়ার পর লাদাখ সীমান্তে মোতায়েন করা হবে৷ যুদ্ধকালীন তৎপরতায় লাদাখে মোতায়েন করা হবে রাফাল জেট৷ ইতিমধ্যেই ১২ জন পাইলট এবং ইঞ্জিনিয়র ক্রিউকে রাফালের জন্য সম্পূর্ণ প্রশিক্ষণ নিয়েছেন৷ ভারতীয় বায়ুসেনার ১৭ তম স্কোয়াড্রনের 'গোল্ডেন অ্যারোস' -এর অংশ হবে এই ফাইটার জেট৷