যোধপুর: প্রায় ৭ হাজার কিমি পাড়ি দিয়ে অবশেষে ভারতের মাটি ছুল ৫টি রাফাল যুদ্ধবিমান৷ চূড়ান্ত সতর্কতার মধ্যে অম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে সফল অবতরণ করেছে ৫টি রাফাল যুদ্ধবিমান৷ ভারতে আসার পথে আরব সাগরের উপর রণতরী আইএনএস কলকাতার সঙ্গে যোগাযোগ করে রাফাল৷
অম্বালায় পৌঁছনোর পর রাফালকে জানানো হবে ‘ওয়াটার স্যালুট’৷ ঢেলে সাজানো হয়েছে যোধপুর বায়ুসেনা ঘাঁটি৷ বায়ুসেনা সূত্রে খবর, আজ রাফাল ভারতের মাটি ছুঁলেও সরকারিভাবে আজ রাফালকে বায়ুসেনায় অন্তর্ভুক্তি করা হবে না৷ অগাস্ট মাসে আনুষ্ঠানিকভাবে রাফালকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে৷ অক্টোবর-নভেম্বর মাসে আরও ৫টি রাফাল আসার কথা৷
রাফাল যুদ্ধবিমানটি তৈরি করেছে ফরাসি এভিয়েশন সংস্থা ডাসল্ট৷ সোমবার ফ্রান্সের মেরিগনাক এয়ারবেস থেকে রওনা দেয় পাঁচটি রাফাল জেট৷ মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমানের বরাত দিয়েছে ভারত৷ তার মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফাল পেল ভারত৷ ২০১৬ সালে এর জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ফ্রান্সের সঙ্গে৷ ফ্রান্স থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভারতে এল এই যুদ্ধ বিমান৷
#WATCH Haryana: Touchdown of Rafale fighter aircraft at Ambala airbase. Five jets have arrived from France to be inducted in Indian Air Force. (Source – Office of Defence Minister) pic.twitter.com/vq3YOBjQXu
— ANI (@ANI) July 29, 2020