কবে চলবে লোকাল ট্রেন? আনলক Unlock-3 পর্বে ছাড় ঘোষণা কেন্দ্রের

কবে চলবে লোকাল ট্রেন? আনলক Unlock-3 পর্বে ছাড় ঘোষণা কেন্দ্রের

 

নয়াদিল্লি: দেশজুড়ে যখন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, ঠিক তখন আনলক তিন পর্ব চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আজ বিজ্ঞপ্তি জারি করে আনলক তিন পর্বে বেশ কিছু ছাড় ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ জিম, যোগা সেন্টার খুলে দেওয়া হলেও লোকাল ট্রেন চলাচলের এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহারে নারাজ কেন্দ্র৷  

আনলক ২-এর পর আগামী পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে আনলক-৩ পর্ব৷ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৫ আগস্ট থেকে কোন-কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তার তালিকা তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে৷

স্বাস্থ্যবিধি মেনে ৫ আগস্ট থেকে জিম খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে৷ ওই দিন থেকে খুলবে যোগা প্রশিক্ষণ  কেন্দ্র৷ ৩১ আগস্ট পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেওয়া হয়েছে৷ আপাতত বন্ধ হয়ে থাকছে মেট্রো, সিনেমা হল, সুইমিংপুল৷ বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা৷ এই প্রথম আনলক ৩ পর্ব উঠে যাচ্ছে নাইট কারফিউ৷ এতদিন ১১টা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি ছিল৷ আগামী পয়লা আগস্ট থেকে সেই বিধি তুলে নেওয়া হচ্ছে৷

অন্যদিকে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে বিশেষ অনুমতি আর প্রয়োজন হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তিতে৷ গোটা বিষয়টি রাজ্য সরকার প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারে৷ সামাজিক দূরত্ব বিধি মেনে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালনে ছাড় দেওয়া হয়েছে৷ পয়লা অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত আনলক ৩ কার্যকর থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা জানানো হয়েছে৷ সেপ্টেম্বরের শুরুতে আনলক ৪-এর সূচনা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত৷