নযাদিল্লি: আগামী ৩রা আগস্ট রাখী বন্ধন উৎসব। গত বছর পর্যন্ত নিজেরা গিয়ে হাতে রাখী বেঁধে দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। কিন্তু করোনার প্রাদুর্ভাবে এবছর আর সে আশাপূরণ হওয়ার নয়। তবে তাতে কিন্তু ভাঁটা পড়েনি উৎসাহে,থেমে থাকেনি প্রস্তুতি। বরং এই মহামারীকেই থিম বানিয়ে সুন্দর সুন্দর রাখী বানিয়েছেন বৃন্দাবনের বিধবা মহিলারা। কিছু রাখীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাস্ক পরিহিত ছবিও রাখা হয়েছে। এমনই ৫০১টি বিশেষ রাখী শুভক্ষণে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর কাছে। সঙ্গে থাকছে সতর্কতার প্রতীক হিসেবে মাস্ক। এতেও থাকছে বিশেষ থিম- বৃন্দাবন থিম অর্থাৎ ময়ূর পালক, কৃষ্ণ। রাখীগুলি ‘মা সারদা’ এবং ‘মীরা সাহাবাগিনী’ আশ্রমে বসবাসকারী একদল বিধবা মিলে তৈরি করেছেন। এর নেপথ্যে রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ।
বিধবাদের সমস্ত সামাজিক বাধা কাটিয়ে উঠে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন সংস্কারক ও সুলভ আন্দোলনের প্রতিষ্ঠাতা বিশ্বেশ্বর পাঠক। এই উদ্যোগের অংশ বৃন্দাবনের বিধবারাও। তাঁদের জন্য হিন্দুদের সমস্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন শুরু করেছিলেন তিনি। এই তালিকায় আছে রাখী বন্ধন অনুষ্ঠানও। তবে করোনা পরিস্থিতিতে এবছর সেই অর্থে এই অনুষ্ঠান উপলক্ষে তেমন বিশেষ কিছু করে ওঠা সম্ভব নয়।
আশাহত ৭৫ বছরের ছবি দাসী। গতবারও নিজে গিয়ে নরেন্দ্র মোদির হাতে রাখী বেঁধে এসেছেন। এবার তার সম্ভবনয়। তবে স়ংবাদ মাধ্যমকে জানিয়েছেন,নিজে মেতে না পারলেও প্রধানমন্ত্রীর জন্য নিজের হাতে বানিয়েছেন'স্টে সেফ' ও 'আত্মনির্ভর' বার্তাবাহী বিশেষ মাস্ক ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত রাখী