নয়াদিল্লি: করোনা আক্রান্ত দেশের স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ চিকিৎসকদের পরামর্শ গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি৷ অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্র টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় ঘুম ছুড়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্দরে৷ উদ্বেগ বেড়েছে রাজভবনেও৷ রাজ্যপাল নিজেও দিল্লি গিয়ে অমিত শাহরে সঙ্গে দেখা করেছেন৷
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন অমিত শাহ৷ জ্বর সর্দি-কাশি ছিল তাঁর৷ পরে উপসর্গ বাড়তে থাকায় তাঁর করোনা পরীক্ষা করানো হয়৷ আজ রিপোর্ট করোনা পজিটিভ এসেছে৷ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷ গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷
টুইটারে অমিত শাহ লিখেছেন, ‘‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম৷ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আমার শরীর ভালো আছে, কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি৷ আমার অনুরোধ, আমার সঙ্গে যারা সংস্পর্শে এসেছিলেন, তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নিন এবং গৃহ পর্যবেক্ষণে থাকুন৷’’
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Amit Shah (@AmitShah) August 2, 2020