আরও বাড়ছে টিভি দেখার খরচ, নয়া নিয়মে অনড় ট্রাই

আরও বাড়ছে টিভি দেখার খরচ, নয়া নিয়মে অনড় ট্রাই

কলকাতা: করোনা-কালে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে পারে টিভি দেখার খরচ৷ সৌজন্যে ট্রাইয়ের নয়া মানসিকতা৷ চ্যানেলের দাম নিয়ন্ত্রণে আনতে গত বছর নয়া নিয়ম চালু করেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই৷ কিন্তু, তাতে দর্শক পুরোপুরি স্বস্তি পায়নি৷ সেই  অভিযোগের ভিত্তিতে চলতি বছরের শুরুতে ট্রাই ফের একগুচ্ছ নতুন নিয়ম ঘোষণা করেছিল বটে৷ ১ মার্চ থেকে তা চালু হওয়ার কথাও ঘোষণা করা হয়৷ কিন্তু মামলা কারণে সেই কাজ এখনও থমকে৷ এবার টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই সাফ জানিয়ে দিয়েছে, আগামী ১০ আগস্ট থেকে নতুন নিয়ম চালু করতেই হবে৷ আর তাতেই টিভি দেখার খরচ বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে৷

আগে ট্রাই জানিয়েছিল, ন্যূনতম ১০০টি চ্যানেলের জন্য ‘ক্যাপাসিটি ফি’ বাবদ দর্শকদের থেকে  ১৩০ টাকা ধার্য করতে পারবে অপারেটররা৷ সঙ্গে দিতে হবে জিএসটি৷ এরপর পে চ্যানেল অনুযায়ী দাম আলাদা যুক্ত হবে৷ ওই নির্দেশ কার্যকর হলে নানা প্যাকেজে অপছন্দের চ্যানেলের পয়সা গুনতে হতো না৷ কিন্তু, ট্রাইয়ের ওই নিয়মটি চালু পরেও বহু ক্ষেত্রে দর্শকের স্বার্থরক্ষা হয়নি৷ পরে চলতি বছর নয়া নিয়মে ট্রাই বেশ কয়েকটি শর্ত বেঁধে দেয়৷

জানিয়ে দেওয়া হয়, পে চ্যানেলের প্যাকেজমূল্য মোট দামের দেড় গুণের বেশি কোনও ভাবেই বাড়ানো যাবে না৷ ১২ টাকার কম দামের চ্যানেলগুলি একমাত্র প্যাকেজে রাখা যাবে৷ ১৩০ টাকায় সর্বাধিক ২০০টি চ্যানেল দেখাতে হবে৷ যদিও ওই নির্দেশের বিরুদ্ধে আদালতে যায় একাধিক চ্যানেল৷ সেই মামলা এখনও চলছে৷ তবে, মামলা চললেও ট্রাই সাফ জানিয়েছে, আদালতে এখনও কোনও স্থগিতাদেশ দেওয়ানি৷ তাই আর দেরি করা যাবে না৷ ১০ আগস্ট থেকে নতুন নিয়ম চালু করা হবে৷ আর তাতেই চ্যানেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

পর্যবেক্ষক মহলের ধারণা, এখন প্রায় প্রতিটি প্যাকেজে এমন অনেক জনপ্রিয় চ্যানেল রয়েছে, যেগুলির দর ১৯ টাকা৷ নয়া নিয়ম অনুযায়ী সেই চ্যানেলগুলি আর প্যাকেজে থাকবে না৷ দর্শককে আলাদা করে তা কিনতে হতে পারে জিএসটি সহ৷ ফলে, খরচ বাড়তে পারে৷ প্যাকেজ ও চ্যানেলের বিভিন্ন দরের সামঞ্জস্য আনতে চাইছে ট্রাই৷ সেক্ষেত্রে প্যাকেজের দর বাড়িয়ে দিতে পারে চ্যানেল কর্তৃপক্ষ৷ আর এই নিয়ে শুরু হয়েছে চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =