লখনউ: করোনা আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ভর্তি রয়েছেন গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে৷ কেন্দ্রীয় সরকারের সেকেন্ড ইন কমান্ড করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য৷ কেননা সাম্প্রতিক সময়ে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর-সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন৷ গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি৷ কিন্তু আচমকা স্বরাষ্ট্রমন্ত্রী করো না আক্রান্ত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীকে নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেত্রী উমা ভারতী৷ ৫ আগস্ট রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজিরা ঘিরে এবার সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেত্রী৷ বিজেপি নেত্রীর টুইট ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷
ট্যুইট করে উমা ভারতী জানিয়েছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য চিন্তিত৷ অযোধ্যায় যাঁরা থাকবেন, তাঁদের জন্য চিন্তা হচ্ছে৷ অমিত শাহ উত্তরপ্রদেশে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তাঁদের নিয়ে আমার চিন্তা হচ্ছে৷ অযোধ্যা পৌঁছালে আমারও সংক্রমণের ঝুঁকি রয়েছে৷ তাই যেখানে প্রধানমন্ত্রী থাকবেন, সেখান থেকে দূরে থাকবো আমি৷ সবাই চলে গেলে আমি গিয়ে রামলালা দর্শন করব৷ ভূমি পুজোয় অতিথিদের তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হোক৷ একথা আমি জানিয়ে দিয়েছি রাম জন্মভূমি ট্রাস্টকে৷’’
আচমকা উমা ভারতীর এই টুইট গিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছিলেন বটে, তবে সেদিনের বৈঠকে ছিল দূরত্ব বিধি৷ ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্রমণে আশঙ্কায় রয়েছে? তিনি কি নিজেকে কোয়ারেন্টিন করবেন প্রধানমন্ত্রী? ৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি৷ মন্ত্রিসভার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর নিজে৷ অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে এবার প্রশ্ন তুলল কংগ্রস৷ কংগ্রেসের তরফে টুইটে প্রশ্ন তোলা হয়েছে, প্রধানমন্ত্রী কবে সেল্ফ কোয়ারেন্টিনে যাবেন? নাকি নিয়ম শুধুমাত্র সাধারণ মানুষের জন্য? কংগ্রেসের এই প্রশ্ন করে তৈরি হয়েছে বিতর্ক৷ কংগ্রেসের পর এবার দলের অন্দরে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন ওঠায় ভেস্তে যাবে না ভূমি পুজোর আয়োজন?
यह सूचना मैंने अयोध्या में रामजन्मभूमिन्यास के वरिष्ठ अधिकारी और @PMOIndia को भेज दी है की माननीय @narendramodi के शिलान्यास कार्यक्रम के समय उपस्थित समूह के सूची में से मेरा नाम अलग कर दे ।
— Uma Bharti (@umasribharti) August 3, 2020
कल जब से मैंने श्री @AmitShah जी तथा @BJP4UP के नेताओं के बारे में कोरोना पोज़िटिव होने का सुना तभी से मै अयोध्या में मंदिर के शिलान्यास में उपस्थित लोगों के लिये ख़ासकर @narendramodi जी के लिये चिंतित हूँ ।
— Uma Bharti (@umasribharti) August 3, 2020
সমস্ত আশঙ্কা উড়িয়ে রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতি হিসাবে আজ গণেশ পুজো দিয়ে শুরু হয়েছে অনুষ্টান৷ আজ দুপুরে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ভূমি পূজার জন্য তৈরি হচ্ছে সবুজ ও গেরুয়া রংয়ের রামলালার বসন৷ ৫ আগস্ট ওই বিশেষ পরানো হবে রামলালাকে৷