অযোধ্যা: রাত পোহালেই অযোধ্যায় ভূমিপুজোর অনুষ্ঠান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে করোনা আতঙ্ক ক্রমেই গ্রাস করছে অযোধ্যাবাসীকে। আগেই রাম মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার রাম মন্দিরে আরও এক পুরোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সুস্থ নন অন্যান্যরাও।
আরও এক পুরোহিতের করোনা আক্রান্তের খবর স্বীকার করেছেন প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তিনি জানিয়েছেন, আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা সবাই এক জায়গায় থাকি। সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে। আমার বয়স হয়েছে। আমারও বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে বলেও তিনি মন্তব্য করছেন।
তবে এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে রাজি হয়নি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রচুর করোনা পরীক্ষা করা হয়েছে। যার ফলে বহু মানুষের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। তবে অযোধ্যায় রামন্দিরের ভূমিপুজোতে কোনও অসুবিধা হবে না। সতর্কতা হিসেবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সপ্তাহে করোনায় আক্রান্তের খবর পাওয়া যায় রম মন্দিরের প্রধান পুরোহিতের সহকারীর। পাশাপাশি দায়িত্বে থাকা ১৬ পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়। উমাভারতী করোনা আতঙ্কের জেরে রাম মন্দিরের ভূমিপুজোতে অংশগ্রহণ করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। সোমবার টুইট করে তিনি একথা জানান। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিত শাহের করোনা আক্রান্তের জেরে বহু কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদকে হোম কোয়ারেন্টাইনে যেতে হয়েছে বলে জানা গিয়েছে।