অযোধ্যা: রাম মন্দির তৈরির জন্য প্রথম ইট গাঁথা হবে আজ, বুধবার। যদিও ভূমিপুজোর আচার-অনুষ্ঠান সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে। অযোধ্যায় এই রাম মন্দির নিয়ে এতদিন ধরে দুই মেরুতে অবস্থান করছিল কংগ্রেস এবং বিজেপি। কিন্তু এবার কংগ্রেসের গলাতেও একই সুর। শেষ মুহূর্তে টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, 'রাম সবার'। আর এরপর থেকেই রাম মন্দিরের সঙ্গে নিজেদের জুড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেস।
বাবরি মসজিদ ও রাম মন্দিরের বিতর্কিত অযোধ্যার জমি সুপ্রিম কোর্ট মন্দির ট্রাস্টের হাতে তুলে দেওয়ার পর কবে শুরু হবে রাম মন্দির, তা নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল। কিন্তু এরই মাঝে মাঝখানে এসে পড়ে করোনা। এই পরিস্থিতিতে ভূমিপুজো নিয়ে এত আয়োজন কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে কয়েক আগেও প্রশ্ন তুলেছিল কংগ্রেস। যেখানে সংক্রমণ এড়াতে এত কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, বলা হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলার কথা, সেই পরিস্থিতি রাম মন্দির তৈরি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল কল্কে পেতে রামের শরণাপন্ন হল কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর ট্যুইটের পর রাম মাহাত্ম্য প্রচার করতে উঠে পড়ে লেগেছেন কংগ্রেসের সদস্যরা।
আরও পড়ুন: ৩ মাসে সবচেয়ে কম সংক্রমণ করোনায় শীর্ষে থাকা মুম্বই
আজ রাম মন্দিরের প্রথম ইট গাঁথা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৩২ সেকেন্ডের মধ্যে প্রথম ইট গাঁথতে হবে তাঁকে। রুপোর ইট দিয়ে মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। আর ঠিক তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে জানান, “দীনবন্ধু রামের সারকথা হলো সারল্য, সাহস, সংযম, ত্যাগ এবং প্রতিশ্রুতি। সকলের মধ্যে, সকলের সঙ্গে রয়েছেন রাম।” রাম-সীতার আশীর্বাদে মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে রাষ্ট্রীয় ঐক্য, সৌভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক মেলবন্ধনের কথা বলেন প্রিয়াঙ্কা।
सरलता, साहस, संयम, त्याग, वचनवद्धता, दीनबंधु राम नाम का सार है। राम सबमें हैं, राम सबके साथ हैं।
भगवान राम और माता सीता के संदेश और उनकी कृपा के साथ रामलला के मंदिर के भूमिपूजन का कार्यक्रम राष्ट्रीय एकता, बंधुत्व और सांस्कृतिक समागम का अवसर बने।
मेरा वक्तव्य pic.twitter.com/ZDT1U6gBnb
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 4, 2020
सरलता, साहस, संयम, त्याग, वचनवद्धता, दीनबंधु राम नाम का सार है। राम सबमें हैं, राम सबके साथ हैं।
भगवान राम और माता सीता के संदेश और उनकी कृपा के साथ रामलला के मंदिर के भूमिपूजन का कार्यक्रम राष्ट्रीय एकता, बंधुत्व और सांस्कृतिक समागम का अवसर बने।
मेरा वक्तव्य pic.twitter.com/ZDT1U6gBnb
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 4, 2020
প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্য টুইটার পরে কংগ্রেস নেতারা মন্দিরের স্বপক্ষে কথা বলতে থাকেন। উত্তরপ্রদেশের মহিলা কংগ্রেস সভাপতি মমতা চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় একটি টুইট করেন। সেখানে তিনি একদিকে রাম মন্দির অন্যদিকে গলায় গাদা ফুলের মালা পরে প্রিয়াঙ্কা গান্ধীর ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওয় ভজন বাজতেও শোনা গিয়েছে। গুজরাটের প্রদেশ কংগ্রেস সভাপতি হার্দিক পাটেল, জানান রাম মন্দির নির্মাণের জন্য তিনি ও তাঁর পরিবার ২১ হাজার টাকা দান করবেন। তাঁর মতে, মন্দির নির্মাণ হলে কৃষকদের সমৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, উচ্চমানের শিক্ষা- সবই কায়েম হবে দেশে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ আবার মঙ্গলবার রাত্রিবেলা নিজের বাড়িতে হনুমান চালিশা পাঠের আয়োজন করেন। তিনি জানান রাম মন্দির নির্মাণের জন্য ১১টি রপপোর ইট পাঠাবেন তিনি। রাজের কংগ্রেস সদস্যদের টাকায় সেই ইট কিনা হয়েছে বলেও জানান কমলনাথ।