অযোধ্যা: প্রায় তিন দশক পর অযোধ্যায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর হাতেই স্থাপিত হল রাম মন্দিরের ভিত্তি প্রস্তর৷ আজ দুপুরে অযোধ্যায় রাম জন্মভূমিতে ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এদিনের ভূমিপুজোর অনুষ্ঠানে দর্শক আসনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধুসন্তরা৷ ভূমি পুজোর অনুষ্ঠান শেষে ভাষণ দেন প্রধানমন্ত্রী৷
এদিন ভাষণ শুরুতে শ্রীরামের স্মরণ করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী৷ একইসঙ্গে অনুষ্ঠান মঞ্চে হাজির সমস্ত অতিথিদের শ্রদ্ধা জানান৷ একইসঙ্গে মোহন ভাগবত ও যোগী আদিত্যনাথকে বিশেষভাবে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷ এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে মন্দির কর্তৃপক্ষককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী৷
এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতার সময় যেমন সবাই ঝাঁপিয়ে পড়ে বলিদান দিয়েছিলেন, ঠিক একই ভাবে এই রামমন্দির নির্মাণেও বহু বলিদান রয়েছে৷ আজ মন্দির নির্মাণের মধ্যে দিয়ে শ্রীরামের মুক্তি হল৷ শ্রীরাম দেশের সংস্কৃতী বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেন, আজ গোটা ভারতে রামময় হয়ে গেছে৷ স্বর্ণযুগের সূচনা হল আজ৷ দীর্ঘ বছর পর শ্রীরাম মুক্ত হলেন৷ এই মন্দির নির্মাণ সংস্কৃতির পুনর্জন্ম হল৷ আমাদের দেশের সংস্কৃতি ও মনের মধ্যে মিশে রয়েছে শ্রীরাম৷ তাঁকে নিয়ে আমরা চলছি৷ আজ গোটা দেশে রামের জয়ের ধ্বনি শুনতে পাচ্ছি৷ সরযূ নদীর তীরে আজ স্বর্ণযুগের সূচনা হল৷
এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারতের ঐতিহ্যে রয়েছে রাম৷ সংস্কৃতে, দর্শনের রাম রয়েছে৷ এদিন রামরাজত্ব নিয়ম ভাষণ দেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী৷ জানান ভগবান রাম প্রত্যেক নাগরিকের মতামত গুরুত্ব দিতেন৷ প্রত্যেক নাগরিকের অবদান তিনি গ্রহণ করতেন৷ তাদের অবদান কখনও অস্বীকার করেননি তিনি৷ প্রধানমন্ত্রী জানান, রাম সবার জন্য৷ কারণ দেশের বিভিন্ন প্রান্তে রামায়ণ বিভিন্নভাবে লেখা হয়েছে৷ সেখানে বিভিন্নভাবে রামকে দেখা গিয়েছে৷আমাদের গোটা দেশে রামের বিভিন্ন ভাবে তুলে ধরা হলে৷ ফলে, শ্রীরাম সবার জন্য৷ বিভিন্ন দেশে আজও রামকে পুজো করা হয় বলেও জানিয়েছেন তিনি৷ এদিন প্রধানমন্ত্রী জানান শ্রীরাম ভারতে যেখানে যেখানে চরণ রেখেছিলেন, সেখানে সেখানে রাম মন্দির নির্মাণ করা হবে৷