আহমেদাবাদ: কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আহমেদাবাদের কোভিড হাসপাতালে আগুন লেগে নিহত কমপক্ষে ৮ জন৷ মৃতদের মধ্যের ৮ জন করোনা আক্রান্ত রোগী৷ কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত৷ হাসপাতালে আগুল লেগে রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
আজ সকালে আহমেদাবাদের কোভিড হাসপাতালে আগুন লাগে৷ ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন৷ আগুন নিয়ন্ত্রণে আসার আগে মৃত্যু হয় কমপক্ষে ৮ জন করোনা রোগীর৷ পরে দ্রুত অনান্য রোগীদেরকে নিরাপদে বের করে আনা হয়৷ বাকিদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
গিয়েছে, বুধবার ভোর ৩টা নাগাদ আহমেদাবাদের নবরংপুরার শ্রেয় হাসপাতালে আগুন লাগে৷ আইসিইউ বিভাগ থেকে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে৷ ৫০ বেডের ওই হাসপাতালে ৪৫ জন রোগী ছিলেন৷ আগুন লেগে ৮ জন রোগীর মৃত্যু হয়৷ অনান্য রোগীদের নিরাপদে উদ্ধার করে অন্য হাসপাতাল ভর্তি করা হয়েছে৷ আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি৷ প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে৷দুর্ঘটনার খবর পেয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি৷ নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছে সরকার৷ গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাত সরকার৷