নয়াদিল্লি: সরযূর তীরে মহাসমারোহে স্থাপিত হয়েছে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর৷ অযোধ্যা নগরীর পূণ্য ভূমিতে ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে রামলালার মন্দিরের শিলান্যাসের অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাম মন্দিরের ভূমিপূজায় উপস্থিত থাকা নিয়ে নমোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল- মুসলিমিন (এআইএমআইএম) সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসি৷
আরও পড়ুন- বিদ্যুৎ গতিতে বাড়ছে চাহিদা, দিনে ১০ লক্ষ বিক্রি পতঞ্জলির বিতর্কিত ‘করোনিল’ ওষুধ
গত বছর ৯ নভেম্বর, বাবরি মসজিদের ধ্বংসক্ষেত্রে মন্দির নির্মাণের ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের রায়ের পরও অযোধ্যায় রাম মন্দির নির্মাণ মেনে নিতে পারছেন না এআইএমআইএম সুপ্রিমো৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ওয়েইসি বলেন, ‘‘রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবিধানিক শপথের শর্ত লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী৷ ভারত ধর্মনিরপেক্ষ দেশ৷ আজ হিন্দুত্বের কাছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার পরাজয় ঘটল৷’’ এর আগে গত মাসেও নমোর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ওয়েইসি৷ তিনি বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রীর রাম মন্দিরের ভূমিপূজনে যাওয়ার অর্থ সংবিধানের ধর্মনিরপক্ষতার শর্ত লঙ্ঘন করা।’’
আরও পড়ুন- প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্ট বলছে ‘অনুপ্রবেশ’! মোদী কি মিথ্যে বলেছেন, প্রশ্ন রাহুলের
বুধবার অযোধ্যায় রামলালার জন্মভূমিতে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী৷ গত ২৫ বছর ধরে এই বিতর্কিত ভূমিতে রামমন্দির স্থাপনের জন্য লড়াই করেছে বিজেপি৷ গত বছর বাবরি মসজিদের ধ্বংসক্ষেত্রে রামমন্দির নির্মাণের সবুজ সংকেত দেয় সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের রায়ের পরেও অযোধ্যায় রাম মন্দির নির্মাণ মেনে নিতে পারছেন না এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসি৷ তাঁর সাফ কথা, অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, আর বাবরি মসজিদই থাকবে।
ভূমিপুজো শেষ হওয়ার পর বুধবার বিকেলে ফের সুর চড়ান ওয়েইসি৷ তিনি বলেন, ‘‘ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু প্রধানমন্ত্রী মন্দিরের অনুষ্ঠানে গিয়ে ধর্মনিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে হায়দরাবাদের এই সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী বলছেন তিনি আজ আবেগপ্রবণ। মাননীয় প্রধানমন্ত্রী আমিও আজ আবেগপ্রবণ কারণ, ওই জায়গায় ৪৫০ বছর ধরে বাবরি মসজিদ দাঁড়িয়ে ছিল।”
আরও পড়ুন- ধর্মের চোরাস্রোতে মিশল বিজেপি’র কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দরাজ মোদী-শাহ