‘মোদী সরকার গায়েব হয়ে গিয়েছে’, করোনা ইস্যুতে কেন্দ্রকে তোপ রাহুলের

নয়াদিল্লি: দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের মধ্যে ২০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এরপরই মোদী সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিরোধী দল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। একটি টুইট করে মোদী সরকারকে একহাত নিয়েছেন তিনি।

নয়াদিল্লি: দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের মধ্যে ২০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এরপরই মোদী সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিরোধী দল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। একটি টুইট করে মোদী সরকারকে একহাত নিয়েছেন তিনি।

বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান এই মুহূর্তে তৃতীয়। আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। এমন পরিস্থিতিতে সরকার করোনা সংক্রমণ রুখতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লক্ষ। ব্রাজিলে এই সংখ্যা ছাড়িয়েছে ২৮ লক্ষেরও বেশি। আর ভারতের সংখ্যাটি ২০ লক্ষ। এই পরিসংখ্যান প্রকাশ হওয়ার পরই শুক্রবার সকালে টুইট করেন রাহুল গান্ধী। টুইটে তিনি লেখেন, '২০ লক্ষ্মের অংক পেরিয়ে গেল। মোদী সরকার অদৃশ্য হয়ে গিয়েছে।' এই টুইটের পাশাপাশি ১৭ জুলাই আরও একটি টুইটে প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেসের সাংসদ। সেদিন তিনি টুইটে লিখেছিলেন, করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে ১০ আগস্টের মধ্যে ২০ লক্ষেরও বেশি মানুষ সংক্রমিত হয়ে যাবে। এই বাড়তে থাকা মহামারি রোধ করার জন্য সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণের কথা বলেছিলেন রাহুল গান্ধী।

 

 

কিন্তু দুঃখের বিষয় রাহুল গান্ধীর কথা কথা মতো ১০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হল না। ৭ আগস্টের মধ্যেই ২০ লক্ষ ছাড়িয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় রোজই রেকর্ড আক্রান্ত হচ্ছে দেশে। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। শুক্রবারের হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার জন আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে যদিও ৫০ হাজারের নিচে আক্রান্তের সংখ্যা নামছিল না। কিন্তু ৫৭ হাজারের পর কয়েকদিন বেশ কমই হচ্ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু এদিন একধাক্কায় ৬২ হাজার আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালেও। শুক্রবার সরকারি তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী তরফে জানানো হয়েছে দেশে এখন মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ৭৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন তাই ১৩ লক্ষ ৭৮ হাজার জন। দেশে সুস্থতার হার ৬৭.৯৮ শতাংশ। আক্রান্তের পাশাপাশি সুস্থতার হার বাড়ায় সেটিকেই প্রচারের আলোয় আনতে চাইছে সরকার। কিন্তু এভাবে ক্রমশ আক্রান্তের হার বাড়লে ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 14 =